Home রাজ্য শিলিগুড়ি তিস্তা নদীর উপর নির্মিত নতুন সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন লাচেন-লাচুং

তিস্তা নদীর উপর নির্মিত নতুন সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন লাচেন-লাচুং

উত্তর সিকিমে তিস্তা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ মঙ্গলবার ভেঙে পড়ল। মাত্র এক বছরেরও কম সময়ে তৈরি এই সেতু ভেঙে যাওয়ায় তীব্র অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার মালবোঝাই একটি লরি সঙ্কলাং সেতু দিয়ে পার হওয়ার সময় আচমকাই সেটি ভেঙে পড়ে। ফলে উত্তর সিকিমের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র লাচেন এবং লাচুং-এর সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই ঘটনার ফলে বহু পর্যটক আটকে পড়েছেন। তাঁদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের চলাচলেও বড় সমস্যা তৈরি হয়েছে। সেতু ভেঙে যাওয়ার পর মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

সিকিম সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। কী কারণে মাত্র এক বছরের মধ্যে সেতুটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, অতিরিক্ত ভার বহনের কারণেই সেতুটি ধসে পড়েছে। তবে প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, কারণ এটি লাচেন ও লাচুং-এর মধ্যে একমাত্র সংযোগ স্থাপনকারী পথগুলির মধ্যে অন্যতম। রাজ্য সরকার জানিয়েছে, সেতু মেরামতির কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version