Homeখবররাজ্যপুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

প্রকাশিত

পুজো যত ঘনিয়ে আসছে, ততই দক্ষিণবঙ্গের আকাশে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠীর আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে পুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো।

বর্তমানে পূর্ব বাংলাদেশ ও দক্ষিণ ২৪ পরগনার ওপরে ঘন মেঘ জমেছে। বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কোথায় ভারী বৃষ্টি

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—

  • দক্ষিণ ২৪ পরগনা
  • পূর্ব মেদিনীপুর
  • পশ্চিম মেদিনীপুর
  • ঝাড়গ্রাম

সোমবার এবং মঙ্গলবার এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও, কলকাতা-সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রপাতও হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে স্বস্তি

উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমতে শুরু করেছে। দু’-একটি জায়গায় হালকা বৃষ্টি হলেও সোমবার থেকে কোনও জেলায় বড় ধরনের আবহাওয়া সতর্কতা নেই।

উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে ঝোড়ো আবহাওয়া তৈরি হতে পারে। ঘণ্টায় ৪৫ কিমি বা তারও বেশি বেগে হাওয়া বইতে পারে, উত্তাল হতে পারে সমুদ্র।

আরও পড়ুন: দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

আরও পড়ুন

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতি পেতে পারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে আসছে এই ঐতিহ্যের বিশেষ তাৎপর্য।

‘দেবীপক্ষ শুরু হয়নি, উৎসবের সূচনা করলাম’ পুজো উদ্বোধন বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা

দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি আসলে উৎসবের সূচনা করেছেন। এ বছর প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন বলে জানালেন তিনি।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।