Homeখবররাজ্যএকই ছাদের নীচে চিকিৎসা, পরীক্ষা, ওষুধ—রাজ্যে আসছে ‘স্মার্ট ওপিডি’

একই ছাদের নীচে চিকিৎসা, পরীক্ষা, ওষুধ—রাজ্যে আসছে ‘স্মার্ট ওপিডি’

প্রকাশিত

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড়সড় রূপান্তরের পথে হাঁটছে স্বাস্থ্যদপ্তর। এবার গোটা রাজ্যজুড়ে চালু হতে চলেছে ‘স্মার্ট ওপিডি’ বা স্মার্ট আউটডোর পরিষেবা। সরকারি পরিভাষায় একে বলা হচ্ছে এমন এক পরিষেবা, যার মূল লক্ষ্য হল সাধারণ রোগীদের হাসপাতালের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা।

বর্তমানে সরকারি হাসপাতালগুলির আউটডোরে চিকিৎসা করাতে এসে রোগীদের পড়তে হয় নানান জটিলতায়। একদিকে চিকিৎসকের ঘর, তো অন্যদিকে রোগ বা রক্ত পরীক্ষার জায়গা—সেখানে থেকে ওষুধ সংগ্রহের জন্য ছুটতে হয় অন্য তলায় বা অন্য ভবনে। এই ছুটোছুটির ক্লান্তি এবং সময়ের অপচয় দূর করতেই এবার উদ্যোগ নেওয়া হয়েছে ‘স্মার্ট ওপিডি’ গঠনের।

স্মার্ট ওপিডি-তে থাকছে—একই ছাদের তলায় একাধিক ঘরে চিকিৎসকের পরামর্শ, রোগ ও রক্ত পরীক্ষা এবং সরকারি ফার্মাসি থেকে ওষুধ সংগ্রহের সুযোগ। এতে রোগী ও তাঁর পরিজনদের সময়, শ্রম এবং হয়রানি—সবটাই কমবে বলে দাবি স্বাস্থ্যদপ্তরের।

প্রাথমিক পর্যায়ে রাজ্যের দ্বিতীয় স্তরের সরকারি হাসপাতালগুলিকে স্মার্ট ওপিডিতে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ১৪টি জেলা হাসপাতাল, ৩৪টি মহকুমা হাসপাতাল এবং ২৭টি স্টেট জেনারেল হাসপাতাল।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল ইতিমধ্যেই স্মার্ট আউটডোর তৈরির পথে অনেকটাই এগিয়ে। সাংসদ পার্থ ভৌমিকের তহবিল থেকে প্রতিটি হাসপাতালে ২ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। পরিকাঠামো তৈরির জন্য স্বাস্থ্যদপ্তরও বরাদ্দ করবে অতিরিক্ত অর্থ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সমুদ্র সেনগুপ্ত জানিয়েছেন, “আশা করছি, এই বছরের শেষের দিকে স্মার্ট ওপিডি চালু হয়ে যাবে।”

এখানেই শেষ নয়। শহরের স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনেও ম্যালেরিয়া ক্লিনিককে স্মার্ট ক্লিনিকে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। রক্ত সংগ্রহ, রিপোর্ট এবং ওষুধ—সবই মিলবে একই দিনের মধ্যে, একই ভবনে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই মত স্বাস্থ্য কর্তাদের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।