Homeগান-বাজনামালঞ্চে ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন ‘বিকেলে ভোরের ফুল’-এর...

মালঞ্চে ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন ‘বিকেলে ভোরের ফুল’-এর  

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: মালঞ্চের ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত এক বিচিত্রানুষ্ঠানে সংগীত পরিবেশন করল ‘বিকেলে ভোরের ফুল’ সংগীত সংস্থা। গত শনিবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বিকেলে ভোরের ফুল’-এর সংগীত পরিবেশনা শ্রোতা-দর্শকদের নজর কাড়ে।

দক্ষিণ ২৪ পরগণার গড়িয়া থেকে বারুইপুরগামী সড়কে রাজপুর-হরিনাভি পেরিয়ে যাওয়ার কিছু পরেই আসে পঞ্চবটী, মালঞ্চ ইত্যাদি অঞ্চলগুলি। সেই পঞ্চবটীতে রয়েছে ১৫৪ বছরের পুরোনো অন্নপূর্ণা মন্দির। ওই মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরীপ্রসাদ মৈত্র। এই মৈত্র বংশের কন্যা ময়না ধর ‘বিকেলে ভোরের ফুল’ সংগীত সংস্থার অন্যতম কর্ণধার।

সে দিন কথা হচ্ছিল ময়না ধরের সঙ্গে। তিনি জানালেন, তাঁর বাবা ভূপেন্দ্রপ্রসাদ মৈত্র গৌরীপ্রসাদ মৈত্রের প্রপৌত্র। তিনি হরিনাভি হাইস্কুলে পড়ার সূত্রে সলিল চৌধুরীর সান্নিধ্যে আসেন। ময়না দেবীর সংগীতে অনুরাগ তাঁর পিতার সূত্রেই পাওয়া।

তিনি জানান, ‘বিকেলে ভোরের ফুল’ সংগীত সংস্থার বেশির ভাগ সদস্যই প্রবীণ। তাই এই সংস্থার নাম রাখা হয়েছে ‘বিকেলে ভোরের ফুল’। সংগঠনের বয়স হল দশ-এগারো বছর। দৈনন্দিন সাংসারিক নিত্যকর্মের চাপ থেকে একটু অবসর বার করে নিয়ে তাঁরা সংগীতসাধনায় মেতেছেন।

তাঁর কথায়, “কয়েক জন প্রবীণ মানুষ এক জায়গায় হলেই অবধারিত ভাবে এসে পড়ে শরীরের কথা। বয়স হলে নানা রোগব্যাধি আসবেই। কিন্তু নিজেদের পছন্দের জিনিস নিয়ে মেতে থাকলে ওই সব রোগব্যাধি ভুলে থাকা যায়। ‘বিকেলে ভোরের ফুল’-এর সদস্যদের বিনোদন হল সংগীতসাধনা। এই নিয়েই তাঁরা মেতে আছেন।”

সে দিন ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত অনুষ্ঠানে দুটি সম্মেলক গান পরিবেশন করে ‘বিকেলে ভোরের ফুল’ – একটি রবীন্দ্রসংগীত ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’ এবং আর-একটি নজরুলগীতি ‘সংঘ-শরণ-তীর্থ যাত্রাপথে এসো মোরা যাই’। সংগীত পরিবেশন করেন ছন্দা চক্রবর্তী, ঝরনা ভট্টাচার্য, শর্মিষ্ঠা চক্রবর্তী, মৌমিতা চক্রবর্তী, কেয়া সরকার, প্রণতি মুখার্জি, মায়া মজুমদার ও ময়না ধর। তবলায় ছিলেন গৌতম ভট্টাচার্য। দুটি গানই শ্রোতা-দর্শকদের প্রশংসা কুড়ায়।

আরও পড়ুন

নজরুলের কবিতা খারিজ করেছিল প্রমথ চৌধুরীর ‘সবুজপত্র’, প্রকাশ করল রামানন্দের ‘প্রবাসী’     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

‘বাঙালির শিল্প ঐতিহ্যের মশাল বহন করতে হবে পরবর্তী প্রজন্মকেই,’ টুরিয়া টকসে বললেন সঙ্গীতশিল্পী জয় বড়ুয়া

বাংলার সৃজনশীল ঐতিহ্যকে ‘জেনারেশনাল ওয়েলথ’ বলে অভিহিত করলেন সংগীতশিল্পী জয় বড়ুয়া। তুরিয়া টকসের নতুন সিজনে শিল্প, ঐতিহ্য ও আবেগের কথায় অনুপ্রেরণার ছোঁয়া।

লোকসংগীতের অনন্য ভাণ্ডার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোকগুরু দেব চৌধুরী

খবর অনলাইন ডেস্ক: বাঙালি রুজির টানে যেখানে যেখানে বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার...

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...