Home রাজ্য দঃ ২৪ পরগনা গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

শিবির চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২৯ নভেম্বর, শনিবার রোগী বাছাইপর্বের চূড়ান্ত শিবির।

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা ব্যয়ে চক্ষু অপারেশন শিবির’-এর পথচলা এ বছর ১৫তম বর্ষে পদার্পণ করল।

আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত এই সেবামূলক শিবির অনুষ্ঠিত হতে চলেছে গড়িয়ার ঐতিহ্যবাহী কে কে দাস কলেজপ্রাঙ্গণে। আগামী ২৯ নভেম্বর, শনিবার রোগী বাছাইপর্বের চূড়ান্ত শিবির।

কলকাতা, দুই ২৪ পরগনা ও হাওড়ার প্রত্যন্ত অঞ্চলের অসহায় আত্মজনেরা প্রতি বছরের মতো এ বারও যোগ দেবেন এই মানবসেবার শিবিরে। তাঁদের চোখের চিকিৎসা ও অপারেশন সম্পন্ন হবে ভারতবিখ্যাত ‘শংকর নেত্রালয়’-এর অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে।

‘সহমর্মী’-র কাছে এটাই সত্যিকারের বাৎসরিক পুজো — যেখানে তারা মন্দিরে নয়, সেবায় খুঁজে পায় ঈশ্বরকে। জন্মলগ্ন থেকে ‘সহমর্মী’ এই আত্মজনেদের জীবন্ত ঈশ্বর জেনে তাঁদের সেবায় নিবেদিত।

এই মহতী কর্মযজ্ঞে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হবে। ‘সহমর্মী’র অগাধ বিশ্বাস, প্রতি বছরের মতো এ বছরেও সাধারণ মানুষ এই উদ্যোগে তাঁদের ভালোবাসা ও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সংশ্লিষ্ট সকলকে এই মহান সেবাযজ্ঞে যোগদান করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে ‘সহমর্মী’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version