Home রাজ্য দঃ ২৪ পরগনা দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল...

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

sundarban tiger

সুন্দরবন টাইগার রিজার্ভের আয়তন আরও বেড়ে হতে চলেছে ৩,৬০০ বর্গকিমিরও বেশি। এর ফলে অন্ধ্রপ্রদেশের নাগার্জুনসাগর-শ্রীশাইলম টাইগার রিজার্ভের পরই দেশের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে এই বিশ্ব ঐতিহ্যবাহী বনাঞ্চল।

মঙ্গলবার জাতীয় বন্যপ্রাণ পর্ষদ প্রস্তাব অনুমোদন দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা রেঞ্জকে সুন্দরবন টাইগার রিজার্ভের আওতায় আনার। এই তিন রেঞ্জ মিলিয়ে প্রায় ১,০৪৪ বর্গকিমি এলাকা যুক্ত হবে রিজার্ভে। এতদিন সুন্দরবনের আয়তন ছিল প্রায় ২,৫৮৫ বর্গকিমি, যা ভারতের ষষ্ঠ বৃহত্তম টাইগার রিজার্ভ ছিল।

পরিবেশ মন্ত্রকের জাতীয় বন্যপ্রাণ পর্ষদের সদস্য এইচ এস সিংহ জানিয়েছেন, “প্রস্তাব মঞ্জুর করা হয়েছে। রাজ্য এখন বিজ্ঞপ্তি জারি করবে। এরপর বন দফতর ও ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ঠিক করবে কোন অংশ কোর জোন এবং কোন অংশ বাফার জোনে থাকবে।”

রাজ্যের বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রস্তাব প্রথম তোলা হয়েছিল প্রায় এক দশক আগে, ২০১২-১৩ সালে। তবে গত কয়েক বছরে বিষয়টি নতুন গতি পায়। প্রাক্তন মুখ্য বন্যপ্রাণ সংরক্ষক প্রদীপ ব্যাস বলেন, “সব অঞ্চলকে একই কাঠামোয় আনা গেলে ব্যবস্থাপনা অনেক বেশি কার্যকর হবে। এতে বনকর্মীদের কাজেও সুবিধা হবে।”

সর্বশেষ বাঘ গণনায় দেখা গিয়েছিল, ভারতীয় সুন্দরবনে আনুমানিক ১০১টি বাঘ রয়েছে — যার মধ্যে ৮০টি সুন্দরবন টাইগার রিজার্ভে এবং বাকিগুলি দক্ষিণ ২৪ পরগনা বিভাগের অন্তর্ভুক্ত বনে।

রাজ্য বন্যপ্রাণ উপদেষ্টা বোর্ডের সদস্য জয়দীপ কুণ্ডু মনে করছেন, এই সিদ্ধান্তে সংরক্ষণ আরও শক্তিশালী হবে এবং কেন্দ্রীয় বিলও বাড়বে।

ফলে কেবল বন ও বন্যপ্রাণ সংরক্ষণই নয়, সুন্দরবন টাইগার রিজার্ভের এই সম্প্রসারণ পরিবেশ সুরক্ষার লড়াইয়েও নতুন দিগন্ত খুলে দেবে।

আরও পড়ুন: স্যুটকেস নিয়ে যাওয়া যাবে বিমানবন্দর মেট্রোয়, অতিরিক্ত লাগেজে দিতে হবে বাড়তি ফি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version