Home রাজ্য দঃ ২৪ পরগনা ‘পুলিশের উপর আস্থা আছে’, দোষীদের কঠোর শাস্তি চান জয়নগরে খুন হওয়া তৃণমূল...

‘পুলিশের উপর আস্থা আছে’, দোষীদের কঠোর শাস্তি চান জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতার বাবা

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: “পুলিশের উপর আস্থা রয়েছে। দোষীরা সব গ্রেফতার হবে” বলে জানালেন জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের বাবা।

কালীপুজোর পরের দিন ভোর ৫টা নাগাদ স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন সইফুদ্দিন। দু’টি বাইকে করে পাঁচ জন দুষ্কৃতী আসে। এরপর দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় জয়নগরের দাপুটে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের। এরপর কয়েক ঘণ্টার মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম। একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে।

এই ঘটনার পর নড়েচড়ে বসে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। পুলিশের জালে একের পর এক দুষ্কৃতী উঠে আসে। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ।

এই ঘটনার অন্যতম অভিযুক্ত আনিসুর রহমান লস্করকেও গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের এহেন ভূমিকা নিয়ে সন্তুষ্ট মৃত সইফুদ্দিনের পরিবার। মৃতের বাবা ইলিয়াস নস্কর শনিবার বলেন, “পুলিশ ভালো কাজ করছে। পুলিশের উপর আস্থা রয়েছে পাশাপশি সিআইডি আধিকারিকেরাও ইতিমধ্যে তদন্ত ভার নিচ্ছে। আমি চাই অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন।”

পাশাপাশি বামনগাছি অঞ্চলের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি মেহতাব উদ্দিন লস্কর জানান, “পুলিশের উপর আস্থা রয়েছে, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করুক। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন। গ্রামবাসীদের পক্ষ থেকে এই আবেদন করছি প্রশাসনের কাছে।” তবে এই ঘটনার পর থেকে এখনো এলাকা থমথমে। রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন।

আরও পড়ুন: অশ্বিন কি চূড়ান্ত একাদশে থাকছেন? ফাইনালের আগের দিন জবাব রোহিত শর্মার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version