উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: গড়িয়ায় বাড়ির দেওয়াল থেকে তেল গড়িয়ে পড়ার রহস্য এখনও অধরা। প্রায় দেড় মাস ধরে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালেও, বিশেষজ্ঞরাও তেলের প্রকৃত উৎস বুঝতে পারছেন না। চিন্তায় রয়েছেন সরকার পরিবার। এবার সেই রহস্য উদ্ঘাটনে সরকারবাড়িতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা।
রাজপুর সোনারপুর পুরসভার তরফে ওই দেওয়ালে নতুন করে রং করা হয়েছে এবং ঠিক তার সামনেই লাগানো হয়েছে ক্যামেরা, যাতে বোঝা যায় কীভাবে তেল গড়িয়ে পড়ছে। কিছুদিন আগেও পুরসভা দেওয়ালটি রং করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে।
ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তেলের নমুনা সংগ্রহ করেছেন, তবে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। পুরসভা সূত্রে জানা গেছে, তেলের উৎস মাটির নিচে থেকে হওয়ার সম্ভাবনা কম, বরং বাইরে থেকে দেওয়ালে লাগানো হচ্ছে বলেই সন্দেহ করা হচ্ছে। তাই এবার নজরদারির জন্য সিসিটিভির সাহায্য নেওয়া হচ্ছে।
শুরুতে ওই দেওয়ালে গর্ত করে তেলের উৎস খোঁজার পরিকল্পনা ছিল, তবে আপাতত সেটি স্থগিত রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকরা।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে রতন সরকারের বাড়ির একটি দেওয়াল থেকে আচমকাই তেল গড়াতে শুরু করে। ১৯৭৪ সালে তৈরি এই বাড়িতে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। সরকার পরিবার বিষয়টি নিয়ে পুরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্যের কিনারা করতে পারেনি প্রশাসন। এবার নজরদারি ক্যামেরাই কি রহস্যভেদের চাবিকাঠি হবে? অপেক্ষায় এলাকাবাসী।