Homeরাজ্যদঃ ২৪ পরগনাগড়িয়ায় বাড়ির দেওয়ালে ‘তেল রহস্য’! উৎস সন্ধানে সিসিটিভি নজরদারি

গড়িয়ায় বাড়ির দেওয়ালে ‘তেল রহস্য’! উৎস সন্ধানে সিসিটিভি নজরদারি

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: গড়িয়ায় বাড়ির দেওয়াল থেকে তেল গড়িয়ে পড়ার রহস্য এখনও অধরা। প্রায় দেড় মাস ধরে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালেও, বিশেষজ্ঞরাও তেলের প্রকৃত উৎস বুঝতে পারছেন না। চিন্তায় রয়েছেন সরকার পরিবার। এবার সেই রহস্য উদ্ঘাটনে সরকারবাড়িতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা।

রাজপুর সোনারপুর পুরসভার তরফে ওই দেওয়ালে নতুন করে রং করা হয়েছে এবং ঠিক তার সামনেই লাগানো হয়েছে ক্যামেরা, যাতে বোঝা যায় কীভাবে তেল গড়িয়ে পড়ছে। কিছুদিন আগেও পুরসভা দেওয়ালটি রং করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে।

ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তেলের নমুনা সংগ্রহ করেছেন, তবে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। পুরসভা সূত্রে জানা গেছে, তেলের উৎস মাটির নিচে থেকে হওয়ার সম্ভাবনা কম, বরং বাইরে থেকে দেওয়ালে লাগানো হচ্ছে বলেই সন্দেহ করা হচ্ছে। তাই এবার নজরদারির জন্য সিসিটিভির সাহায্য নেওয়া হচ্ছে।

শুরুতে ওই দেওয়ালে গর্ত করে তেলের উৎস খোঁজার পরিকল্পনা ছিল, তবে আপাতত সেটি স্থগিত রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকরা।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে রতন সরকারের বাড়ির একটি দেওয়াল থেকে আচমকাই তেল গড়াতে শুরু করে। ১৯৭৪ সালে তৈরি এই বাড়িতে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। সরকার পরিবার বিষয়টি নিয়ে পুরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্যের কিনারা করতে পারেনি প্রশাসন। এবার নজরদারি ক্যামেরাই কি রহস্যভেদের চাবিকাঠি হবে? অপেক্ষায় এলাকাবাসী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।