দুর্গাপুজোর আগেই কলকাতা শহরের পরিবহণ ব্যবস্থায় আসছে ঐতিহাসিক পরিবর্তন। আগামী শুক্রবার উদ্বোধন হচ্ছে মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইন— শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর (জয় হিন্দ) এবং রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) থেকে বেলেঘাটা (মেট্রোপলিস)। মোট সম্প্রসারণ ১৪ কিলোমিটার।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প শিয়ালদহ–এসপ্ল্যানেড সংযোগ। মাত্র ২.৬ কিলোমিটারের এই অংশ চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোপুরি কার্যকর হবে। ফলে কলকাতার দুই প্রধান অফিসপাড়া—হাওড়া ও এসপ্ল্যানেড—থেকে সরাসরি সংযোগ মিলবে তথ্যপ্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভে। এত দিন এই পরিষেবা শুধু শিয়ালদহ হয়ে পাওয়া যেত।
যাত্রীদের সুবিধা
নতুন রুট চালু হলে হাওড়া ময়দান থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রীরা একটিমাত্র টিকিটে মেট্রো ব্যবহার করতে পারবেন। যদিও দু’বার মেট্রো বদল করতে হবে, তবুও স্মার্টকার্ডের মাধ্যমে বারবার টিকিট কাটার ঝামেলা এড়ানো যাবে। যানজটও অনেকটাই কমবে।
প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ নোয়াপাড়া–বিমানবন্দর রুট শহরবাসীর জন্য বিশেষ সুবিধাজনক হবে। একইসঙ্গে চালু হচ্ছে ৪.৪ কিলোমিটার দীর্ঘ রুবি–বেলেঘাটা সংযোগ। এর ফলে বেলেঘাটা থেকেও সরাসরি হাওড়া, শিয়ালদহ বা বিমানবন্দরে পৌঁছনো সহজ হবে।
অতীতের বাধা কাটিয়ে অগ্রগতি
শিয়ালদহ–এসপ্ল্যানেড প্রকল্প বারবার আটকে গিয়েছিল বৌবাজার এলাকায় ধসের কারণে। বহু বছরের প্রতীক্ষার পর সেই সমস্যার সমাধান হয়ে এবার জুড়ে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
পরিষেবা ও ভাড়া
বর্তমানে সেক্টর ফাইভ–শিয়ালদহ এবং হাওড়া ময়দান–এসপ্ল্যানেড রুটে ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর মেট্রো চলাচল করছে। সূত্রের খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হলে ব্যস্ত সময়ে এই ব্যবধান কমে হবে ৮ মিনিট। অন্য সময়ে থাকবে ১০–১৫ মিনিট অন্তর পরিষেবা।
ভাড়া নিয়েও আলোচনা চলছে। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ ভাড়া ২৫ টাকা হওয়ার সম্ভাবনা।
উদ্বোধন
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে তিনটি নতুন রুটের। শিয়ালদহ–এসপ্ল্যানেড পরিষেবা সেদিনই চালু হয়ে যেতে পারে। বাকি দু’টি রুট সাধারণের জন্য খুলে দেওয়া হবে সোমবার থেকে, যদিও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
আরও পড়ুন:
স্যুটকেস নিয়ে যাওয়া যাবে বিমানবন্দর মেট্রোয়, অতিরিক্ত লাগেজে দিতে হবে বাড়তি ফি