Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে ফিরছে হারিয়ে যাওয়া হরিণখুরা, মালাবতী ও অন্যান্য ঐতিহ্যবাহী ধান

সুন্দরবনে ফিরছে হারিয়ে যাওয়া হরিণখুরা, মালাবতী ও অন্যান্য ঐতিহ্যবাহী ধান

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের কাকদ্বীপ, জয়নগর ও কুলতলি অঞ্চলে আবারও শুরু হয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ধান চাষ। প্রায় ৫০ বছর আগে চাষ হওয়া হরিণখুরা, মালাবতী, তালদি, খেজুরচারি, কলাবতী ও কেরালাসুন্দরী প্রজাতির ধান এখন নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষণায় জানা গেছে, এই ধানগুলি লবণসহনশীল এবং সুন্দরবনের জলবায়ুর সাথে বেশ ভালোভাবে মানিয়ে নিতে পারে। এই অঞ্চলের কয়েকশো বিঘা জমিতে ইতিমধ্যেই এই ধান চাষ শুরু হয়েছে।

কৃষি বিশেষজ্ঞ ড. চন্দন মণ্ডল জানান, “সুন্দরবনের মাটিতে বিশেষ লবণসহনশীল ধান চাষ করা হচ্ছে। আমাদের কেন্দ্র থেকে এই ধানের বীজের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে এবং এটি চাষিদের জন্য অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়েছে।”

হরিণখুরা ও মালাবতীর বিশেষত্ব

কৃষি বিশেষজ্ঞ শুকদেব সামন্ত জানান, অতীতে সুন্দরবনে হরিণখুরা ও মালাবতী ধান ব্যাপকভাবে চাষ করা হতো। মালাবতী ধানের চাল পান্তা ভাতে খাওয়া যেত পদ ছাড়াই, আর তার ভাতের সুগন্ধ ছিল অতুলনীয়। এই ধান গাছ সাড়ে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার হয় এবং প্রতি বিঘায় প্রায় সাত মন ধান উৎপাদিত হয়।

হরিণখুরা ধানের বিশেষত্ব হল এর চালের দু’পাশে হরিণের খুড়ের মতো কালো দাগ। এই ধানের ভাত, চিঁড়ে, মুড়ি ও খই তৈরি করা হয়। প্রতি বিঘায় প্রায় ১৩ মন ধান উৎপাদিত হয় এবং এটি চাষে কোনও বড় সমস্যা দেখা যায় না।

চাষিরা কেন এগিয়ে আসছেন?

নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ সোমনাথ সরকার জানিয়েছেন, “এই ধানগুলিতে রোগ-পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম হয়। ফলে চাষিরা এই ধানের চাষে আগ্রহী হচ্ছেন।”

চাষিরা জানান, এই ধানের গুণাগুণ এবং উৎপাদনক্ষমতা একদিকে যেমন লাভজনক, তেমনি স্থানীয় বাজারেও এর চাহিদা রয়েছে। অতিবৃষ্টিতেও এই ধানের চাষে সমস্যা হয় না, বরং জমিতে জল জমলে ধানগাছ বাড়তে থাকে।

সুন্দরবনের ঐতিহ্যবাহী ধান চাষ নতুন প্রজন্মের চাষিদের সামনে একটি টেকসই এবং পরিবেশবান্ধব চাষ পদ্ধতি তুলে ধরেছে। এতে যেমন স্থানীয় কৃষি সংস্কৃতি বাঁচবে, তেমনি পরিবেশের উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।