Home খবর রাজ্য দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী ১১-১২ আগস্ট

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী ১১-১২ আগস্ট

cloudy weather

দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য আগামী তিন দিন অপেক্ষা করছে তুলনামূলক শুকনো ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং রোদ বেশি দেখা যাবে। ফলে একদিকে যেমন আর্দ্রতা ও গরম কিছুটা বাড়বে, তেমনি স্বস্তি মিলবে টানা বৃষ্টির হাত থেকে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আজ, রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সোমবার ও মঙ্গলবার (১১ ও ১২ অগাস্ট) এই চার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমার ইঙ্গিত দিয়েছে দফতর।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিনের বৃষ্টি উত্তরবঙ্গের পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকায় ভূমিধস ও জলস্তর বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে। ফলে এই সময়ে সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবরের জন্য আমাদের খবর বিভাগ দেখুন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version