প্লাস্টিকের দূষণে জর্জরিত গোটা বিশ্ব। কিন্তু ঘরে না বাইরে কোথায় সবচেয়ে বেশি প্লাস্টিকের দূষণ? ফ্রান্সের বিজ্ঞানীদের করা একটি গবেষণায় দেখা গেছে, ঘরের ভেতরের ও গাড়ির ভেতরে থাকা সবচেয়ে বেশি মাইক্রো প্লাস্টিকের কণা আমাদের অজান্তেই ফুসফুসে ঢুকছে বাতাসে মিশে গিয়ে।
ফ্রান্সের বিজ্ঞানীদের করা গবেষণায় দেখা গেছে প্রতিদিন একজন মানুষের শরীরে শুধু ঘরে ও গাড়ির ভেতরে ৬৮ হাজার মাইক্রো প্লাস্টিকের কণা ঢোকে। ফুসফুসের মাধ্যমে সেই সব মাইক্রো প্লাস্টিকের কণা রক্তে মিশে যায়। বিজ্ঞানীদের অনুমানের চেয়েও ১০০ গুণ বেশি মাইক্রো প্লাস্টিকের কণা শরীরে ঢুকছে। Raman Spectroscopy নামক শক্তিশালী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেন ফরাসি বিজ্ঞানী।
এর আগে বিজ্ঞানীরা বেশি জোর দিয়েছিলেন সমুদ্র, বাতাসে প্লাস্টিকের দূষণ নিয়ে। কিন্তু পরে বিজ্ঞানীরা জোর দেন ঘরের ভেতরের প্লাস্টিকের দূষণের ওপর। কারণ, গড়ে মানুষ ৯০% সময় ঘরের ভেতরে কাটায়। কিন্তু মানুষ ভাবে না ঘর, অফিস, দোকানবাজার, গাড়ির ভেতরে কত পরিমাণে মাইক্রো প্লাস্টিকের কণা শরীরে ঢুকছে। সবচেয়ে বেশি প্লাস্টিকের দূষণ ঘটে গাড়ির ভেতরে। মাইক্রো প্লাস্টিকের দূষণের কারণে স্নায়ুঘটিত রোগ, বন্ধ্যাত্ব, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন:
হেপাটাইটিস ডি এখন ক্যানসার সৃষ্টিকারী রোগ, ঘোষণা করল হু ও আইএআরসি
রোজ একটা ডায়েট পানীয়তেই বিপদ! বাড়ছে ডায়াবেটিস, হার্ট ডিজিজ ও ডিমেনশিয়ার ঝুঁকি