Home খেলাধুলো আইপিএল ছয় মেরে অভিষেক আইপিএল-এ কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যবংশীর

ছয় মেরে অভিষেক আইপিএল-এ কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যবংশীর

১৪ বছরে অভিষেক বৈভবের, ছবি Indian Premier League 'X' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: ইতিহাস রচনা করল বৈভব সূর্যবংশী। গত মাসেই ১৪ বছর হয়েছে তার বয়স। আর এই কিশোর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আইপিএল-এ কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে অভিষেক হল তার শনিবার। আর এই অভিষেককে সে উদ্‌যাপন রাজকীয় ভাবে।

প্রথম বলেই এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা। অবিশ্বাস্য। কার বলে ছক্কা মারল সে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ক্রিকেটার শার্দূল ঠাকুর। এখানেই থেমে গেল না সে। তৃতীয় বলে চার। এ ভাবেই সে তার ইনিংস গড়ল। ২০ বলে করল ৩৪, ৩টে ছয় আর ২টি চারের সাহায্যে। দুর্ভাগ্য বৈভবের। ২০ বলে ৩৪ রান করে স্টাম্প আউট হয়ে গেল সে। বৈভব সূর্যবংশী যখন প্যাভিলিয়নে ফিরছে তখন তার চোখে জল। হেলমেট খুলে ডান হাতের বুডো আঙুল দিয়ে চোখ মুছতে মুছতে ফিরল সে।

শনিবার লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে রাজস্থান রয়্যালস-এর হয়ে বৈভব ইনিংস শুরু করতে নেমেছিল যশস্বী জয়সওয়ালের সঙ্গে। এই ম্যাচে বৈভবের দল অবশ্য মাত্র ২ রান হেরে গেল লখনউয়ের কাছে। কিন্তু ১৪ বছরের কিশোর এ দিন বুঝিয়ে দিল, সে আসছে ক্রিকেটে পাকাপাকি জায়গা করে নিতে।

বৈভবের খেলায় মুগ্ধ সকলে, এমনকি এই খেলা বুঝিয়ে দিল সে ভবিষ্যতের লখনউ সুপার জায়ান্টস-এর মালিক সঞ্জীব গোয়েন্‌কা। খেলার শেষে সঞ্জীব জড়িয়ে ধরলেন বৈভবকে, আদর করলেন। রাজস্থানও বুঝতে পারল, নিলামে ১.১ কোটি টাকা দিয়ে বৈভবকে কেনা বৃথা হয়নি।

২০১১-এর ২৭ মার্চ বিহারের সমস্তিপুরে বৈভবের জন্ম। বাঁহাতি ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা শুরু বিহারের হয়ে ২০২৪-এর জানুয়ারিতে। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম খেলা। বিনু মানকড় ট্রফিতে বিহারের অনুর্দ্ধ ১৯-এর হয়ে খেলেছে বৈভব সূর্যবংশী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version