অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের বড়সড় সংস্কার অভিযান। আর তার জেরে আগামী ১৯ দিন ধরে লোকাল ও দূরপাল্লা মিলিয়ে বাতিল থাকবে ২০৬টি ট্রেন।
রেল জানিয়েছে, ৩ মে থেকে ১৮ মে পর্যন্ত চলবে এই ব্যাঘাত। মূলত সাঁতরাগাছি ইয়ার্ডের আমূল পুনর্গঠন ও আধুনিকীকরণের কাজের জন্যই এই সিদ্ধান্ত।
ট্রেন বাতিল:
একটানা নয়, বিভিন্ন দিনে পর্যায়ক্রমে ট্রেন বাতিল হবে। তবে প্রতিদিনই কোনও না কোনও ট্রেন বন্ধ থাকবে। সবচেয়ে বেশি সংখ্যক লোকাল ট্রেন বাতিল থাকবে ১১, ১৭ ও ১৮ মে।
বাতিল হওয়া জনপ্রিয় দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে রয়েছে:
- পুরী–শালিমার এক্সপ্রেস
- শালিমার–বিশাখাপত্তনম এক্সপ্রেস
- হাওড়া–দীঘা ট্রেন
- আমেদাবাদ–হাওড়া এক্সপ্রেস
- এমজিআর চেন্নাই সেন্ট্রাল–হাওড়া মেল
- সাঁতরাগাছি–দীঘা এক্সপ্রেস
রুট পরিবর্তন:
ট্রেন বাতিলের পাশাপাশি ১৭ মে পর্যন্ত দু’ডজন দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে বদলানো হবে। ফলে:
- অনেক ট্রেন পুরো রুটে চলবে না
- কোনও ট্রেনের যাত্রা শুরু বা শেষ হবে অন্য স্টেশন থেকে
কারণ:
দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁতরাগাছি ইয়ার্ডে আধুনিকীকরণ, ট্র্যাক রিনিউয়াল ও সিগন্যালিং ব্যবস্থার উন্নয়নের জন্য এই পদক্ষেপ জরুরি।
যাত্রীদের জন্য পরামর্শ:
যাত্রার আগে অবশ্যই ট্রেনের বর্তমান স্টেটাস যাচাই করে নিন। রেল অ্যাপ বা IRCTC-এর মাধ্যমে রিয়েল টাইম তথ্য জেনে তবেই যাত্রা করুন।