Homeখবররাজ্যপ্রাথমিক ৩২ হাজার নিয়োগ বাতিলের মামলা গেল নতুন বেঞ্চে

প্রাথমিক ৩২ হাজার নিয়োগ বাতিলের মামলা গেল নতুন বেঞ্চে

প্রকাশিত

বিচারপতি সৌমেন সেন ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেওয়ায় নতুন বেঞ্চে উঠল প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলা। সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।

এই মামলার শুনানি এদিনই হওয়ার কথা ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে। কিন্তু শুনানির ঠিক আগেই বিচারপতি সেন মামলা থেকে অব্যাহতি নেন। ফলে মামলাটি নিয়ম মেনে প্রধান বিচারপতির কাছে ফেরত যায় এবং নতুন বেঞ্চ নির্ধারণ হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। পরে একাধিক মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, যার মধ্যে বিচারপতি অমৃতা সিংহ ৪২ হাজার প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

মামলাকারীদের দাবি, আদালতের নির্দেশে প্রকাশিত তালিকায় দেখা যায়, তাঁদের চেয়ে কম নম্বর পেয়েও একাধিক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। এই অবস্থায় ‘ঢাকিসমেত বিসর্জন’-এর হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

উল্লেখযোগ্যভাবে, অতীতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। এক মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ পালটে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং বিচারপতি সেনের বেঞ্চের রায় কার্যকর হবে না বলেও মন্তব্য করেন।

এদিকে, রাজ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে প্রায় ২৬ হাজার নিয়োগ বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর নিয়োগ দুর্নীতি ইস্যুতে উত্তাপ বেড়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। এরই মধ্যে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানির দিকেও তাকিয়ে গোটা রাজ্য।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।