Homeখবররাজ্যপ্রাথমিক ৩২ হাজার নিয়োগ বাতিলের মামলা গেল নতুন বেঞ্চে

প্রাথমিক ৩২ হাজার নিয়োগ বাতিলের মামলা গেল নতুন বেঞ্চে

প্রকাশিত

বিচারপতি সৌমেন সেন ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেওয়ায় নতুন বেঞ্চে উঠল প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলা। সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।

এই মামলার শুনানি এদিনই হওয়ার কথা ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে। কিন্তু শুনানির ঠিক আগেই বিচারপতি সেন মামলা থেকে অব্যাহতি নেন। ফলে মামলাটি নিয়ম মেনে প্রধান বিচারপতির কাছে ফেরত যায় এবং নতুন বেঞ্চ নির্ধারণ হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। পরে একাধিক মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, যার মধ্যে বিচারপতি অমৃতা সিংহ ৪২ হাজার প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

মামলাকারীদের দাবি, আদালতের নির্দেশে প্রকাশিত তালিকায় দেখা যায়, তাঁদের চেয়ে কম নম্বর পেয়েও একাধিক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। এই অবস্থায় ‘ঢাকিসমেত বিসর্জন’-এর হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

উল্লেখযোগ্যভাবে, অতীতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। এক মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ পালটে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং বিচারপতি সেনের বেঞ্চের রায় কার্যকর হবে না বলেও মন্তব্য করেন।

এদিকে, রাজ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে প্রায় ২৬ হাজার নিয়োগ বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর নিয়োগ দুর্নীতি ইস্যুতে উত্তাপ বেড়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। এরই মধ্যে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানির দিকেও তাকিয়ে গোটা রাজ্য।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।