Homeখবররাজ্যসুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত ‘দাগি অযোগ্য’দের তালিকা, নাম জড়াল রাজনীতির সঙ্গে যুক্ত...

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত ‘দাগি অযোগ্য’দের তালিকা, নাম জড়াল রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালীর

প্রকাশিত

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে ‘দাগি অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শনিবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়। মোট ১৮০৪ জন প্রার্থীর নাম ও রোল নম্বর এতে অন্তর্ভুক্ত। যদিও তালিকা প্রকাশ ঘিরে সারাদিন নাটকীয়তা চলেছে। দুপুরে প্রথমে একটি খসড়া তালিকা সামনে এলেও কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। এরপর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কমিশন দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ও আইনি পরামর্শ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সন্ধ্যায় তালিকা প্রকাশ করা হয়।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ গত সপ্তাহে কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। সেই নির্দেশেই এই তালিকা প্রকাশিত হয়েছে।

তবে ১৮০৪ জনের নাম প্রকাশ হলেও তাঁদের পরিচয় ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তালিকায় নেই। শুধুমাত্র নাম ও রোল নম্বর দেওয়া হয়েছে। এ নিয়েই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, “তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা আদৌ প্রার্থী ছিলেন কি না, তাঁরা চাকরিতে ছিলেন কি না, কিছুই স্পষ্ট নয়। সারাদিন নাটক করে অবশেষে ১৮০৪ জনের নাম প্রকাশ করা হল। তবে এর আগে তালিকা দিয়ে কয়েক মিনিটের মধ্যে সরানো হল কেন, তারও ব্যাখ্যা নেই। এত কম সংখ্যক অযোগ্য প্রার্থী কী করে হয়, তা বিশ্বাসযোগ্য নয়।”

এই তালিকায় উঠে এসেছে একাধিক রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের নাম। নিউজ ১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে তালিকার ১২৬৯ নম্বরে। উত্তর চব্বিশ পরগণার নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। যদিও ফোনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি শম্পা ঘোষ।

এছাড়া উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও বর্তমানে বিজেপি নেত্রী কবিতা বর্মনের নামও এই তালিকায় রয়েছে। ২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতা শুরু করেছিলেন। তবে শনিবার অযোগ্য তালিকায় তাঁর নাম প্রকাশ হওয়ার পর তাঁকে আর বাড়িতে পাওয়া যায়নি।

এসএসসি-র প্রকাশিত তালিকায় রাজনৈতিক পদে থাকা আরও বেশ কিছু মানুষের নাম রয়েছে বলে সূত্রের খবর। বিভিন্ন জেলায়ও প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়দের নাম প্রকাশিত হওয়ায় তালিকা নিয়ে নানা মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে ‘যোগ্য’ শিক্ষকদের প্রতিনিধি সুমন বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই তালিকা আগে প্রকাশ হলে এত করুণ পরিস্থিতি তৈরি হত না। আমাদের জীবন্ত লাশ হয়ে ঘুরতে হত না। আমরা সুপ্রিম কোর্টে যাব।”

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে টেট ২০২৩-এর ফল, আশ্বাস শিক্ষামন্ত্রীর

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।