Homeখবররাজ্যএসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

প্রকাশিত

গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয়েছিল এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’। এবার স্বাস্থ্য ভবনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল এই ভবনের কেবিন ভাড়া ও বহির্বিভাগের (আউটডোর) খরচের তালিকা।

নতুন ১০ তলা এই ভবনটি সম্পূর্ণ প্রাইভেট কেবিন বিল্ডিং, যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। মোট ১৩১টি কেবিন সম্বলিত ‘অনন্য’ ভবনটি এখন থেকে রোগীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভবনটির কার্যক্রম কোনও সরকারি ভর্তুকি ছাড়াই স্বনির্ভরভাবে পরিচালিত হবে। এখান থেকে রাজস্ব আদায়ের মাধ্যমেই ভবনের রক্ষণাবেক্ষণ, কর্মী ও পরিকাঠামোগত ব্যয় মেটানো হবে।

 কেবিন ভাড়ার তালিকা

  • সিঙ্গল অকুপেন্সি কেবিন: প্রতিদিন ₹৫,০০০
  • সিঙ্গল অকুপেন্সি ডিলাক্স স্যুট: প্রতিদিন ₹৮,০০০
  • এইচডিইউ কেবিন (ভেন্টিলেশন, বাইপ্যাপ ছাড়া): প্রতিদিন ₹১২,০০০
  • আইসিইউ কেবিন: প্রতিদিন ₹১৫,০০০

প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ আরও বেশি ভাড়া ধার্য করেছিল বলে জানা গিয়েছে। পরে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সেই ভাড়া প্রতি ক্ষেত্রে প্রায় ২,০০০ টাকা কমিয়ে দেন

 বহির্বিভাগ পরিষেবা

‘অনন্য’ ভবনে বিশেষভাবে চালু হচ্ছে নতুন বহির্বিভাগ।

  • প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হবে আউটডোর পরিষেবা।
  • রোগীরা ₹৩৫০ টাকায় চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
  • এই ₹৩৫০ টাকার মধ্যে ₹৫০ প্রশাসনিক খাতে, বাকি ₹৩০০ চিকিৎসকের পারিশ্রমিক হিসেবে ধরা হবে।
  • এই মূল্য শুধুমাত্র নতুন উডবার্ন ভবনের বহির্বিভাগের জন্য প্রযোজ্য।

এসএসকেএম হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সরকারি চিকিৎসকেরাই এই ভবনের আউটডোরে পরিষেবা দেবেন।

উডবার্ন ব্লক দীর্ঘদিন ধরেই রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের চিকিৎসার প্রধান ওয়ার্ড হিসেবে পরিচিত। নতুন ‘অনন্য’ ভবনকে এখন ‘উডবার্ন ২’ নামেই ডাকা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, “এই ওয়ার্ডের পরিকাঠামো এমন মানের, যা অনেক নামী বেসরকারি হাসপাতালকেও টেক্কা দিতে পারে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

টোটো নিবন্ধনের পর মিলবে সরকারি ড্রাইভিং লাইসেন্স, উদ্যোগী পরিবহণ দফতর

রাজ্যের সব টোটো এখন সরকারি নথিভুক্তির আওতায় আসছে। পরিবহণ দফতর জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দুর সমালোচনার জবাবও দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।