Homeখবররাজ্যআটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না, তাই বিলগুলি আইন হিসেবে কার্যকর করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজভবন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিস জারি করেছে।

সংবিধানের রক্ষাকবচ হিসেবে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও, সরাসরি তাঁর বিরুদ্ধে মামলা না করে রাজ্য রাজ্যপালের সচিবের বিরুদ্ধে মামলা করেছে। প্রধান বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন যে রাজ্যপালকেও নোটিস দেওয়া হবে।

রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলগুলি রাজ্যপালের সম্মতি পেলে তবেই আইনে পরিণত হতে পারে। কিন্তু রাজ্যের অভিযোগ, গত কয়েক বছরে প্রচুর বিল রাজভবনে জমে রয়েছে এবং রাজ্যপাল তাতে সম্মতি দেননি। রাজ্যপাল কোনও বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তাঁর কাছে দুটি করণীয় থাকে: বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো অথবা বিলটি সংশোধনের জন্য বিধানসভায় ফেরত পাঠানো। কিন্তু রাজভবন থেকে কোনও পদক্ষেপই করা হয়নি। রাজ্যপাল নিজেও সিদ্ধান্ত নিয়ে বিলে স্বাক্ষর করেননি, আবার বিলগুলি রাষ্ট্রপতির কাছে বা সংশোধনের জন্য বিধানসভাতেও পাঠাননি।

খনিজ পদার্থের উপর কর নির্ধারণের অধিকার রাজ্যগুলির, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছেন, বিধানসভায় পাশ হওয়া বিলগুলি দীর্ঘ দিন রাজভবনে ফেলে রাখা যায় না। এর পরেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রাজভবন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিস জারি করার সিদ্ধান্ত নেন।

এটি প্রথমবার নয়, এর আগেও রাজ্য বিধানসভার বিল নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার বিল পাশ হয়েছিল বিধানসভায়, যা রাজভবনে আটকে ছিল। সেই বিল নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছিল।

এবার, শুধুমাত্র একটি বিল নয়, অনেক বিল রাজভবনে আটকে থাকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। 

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না, তাই বিলগুলি আইন হিসেবে কার্যকর করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজভবন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিস জারি করেছে।

সংবিধানের রক্ষাকবচ হিসেবে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও, সরাসরি তাঁর বিরুদ্ধে মামলা না করে রাজ্য রাজ্যপালের সচিবের বিরুদ্ধে মামলা করেছে। প্রধান বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন যে রাজ্যপালকেও নোটিস দেওয়া হবে।

রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলগুলি রাজ্যপালের সম্মতি পেলে তবেই আইনে পরিণত হতে পারে। কিন্তু রাজ্যের অভিযোগ, গত কয়েক বছরে প্রচুর বিল রাজভবনে জমে রয়েছে এবং রাজ্যপাল তাতে সম্মতি দেননি। রাজ্যপাল কোনও বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তাঁর কাছে দুটি করণীয় থাকে: বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো অথবা বিলটি সংশোধনের জন্য বিধানসভায় ফেরত পাঠানো। কিন্তু রাজভবন থেকে কোনও পদক্ষেপই করা হয়নি। রাজ্যপাল নিজেও সিদ্ধান্ত নিয়ে বিলে স্বাক্ষর করেননি, আবার বিলগুলি রাষ্ট্রপতির কাছে বা সংশোধনের জন্য বিধানসভাতেও পাঠাননি।

রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছেন, বিধানসভায় পাশ হওয়া বিলগুলি দীর্ঘ দিন রাজভবনে ফেলে রাখা যায় না। এর পরেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রাজভবন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিস জারি করার সিদ্ধান্ত নেন।

এটি প্রথমবার নয়, এর আগেও রাজ্য বিধানসভার বিল নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার বিল পাশ হয়েছিল বিধানসভায়, যা রাজভবনে আটকে ছিল। সেই বিল নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছিল।

এবার, শুধুমাত্র একটি বিল নয়, অনেক বিল রাজভবনে আটকে থাকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।