Homeখবররাজ্যরোদ ঝলমলে আকাশ! বর্ষার বিদায়বেলায় এখনই পিছু ছাড়ছে না বৃষ্টির আশঙ্কা

রোদ ঝলমলে আকাশ! বর্ষার বিদায়বেলায় এখনই পিছু ছাড়ছে না বৃষ্টির আশঙ্কা

প্রকাশিত

কলকাতা: শনিবার সকাল থেকেই মুখ তুলে তাকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রোদ ঝলমলে আকাশ। গত কয়েক দিন ধরেই রাজ্য জুড়ে হয় মেঘলা আকাশ, নয়তো বৃষ্টি। তবে আগামী তিন-চার দিন বাংলায় ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু বর্ষার বিদায়বেলায় এখনই পিছু ছাড়ছে না বৃষ্টির আশঙ্কা।

এক নাগাড়ে কয়েক দিনের বৃষ্টিভেজা আবহাওয়ায় বদল আসতে শুরু করেছিল গতকাল (শুক্রবার)। বৃষ্টি কমে আবহাওয়ার কিছুটা উন্নতি শুরু হয় দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে সূর্যেরও দেখা মিলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাসও ছিল এমনটাই। নিম্নচাপ ধীরগতিতে বাংলাদেশের দিকে সরতেই বাংলায় আবহাওয়ার এই উন্নতি।

যদিও এই সুখবরের মাঝেই সামান্য হলেও সংশয় রেখে দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, বৃষ্টি এখনও কাটেনি। বৃষ্টির দাপট কমে গিয়েছে মাত্র। চলতি বর্ষার মরশুমের এটাই বর্ষার শেষ সক্রিয়তা ছিল। এ বার বৃষ্টি পড়লেও আর দুর্যোগের আশংকা নেই পশ্চিমবঙ্গে। কিন্তু উত্তুরে হাওয়া যত পূর্ব ভারতের বায়ুমণ্ডলে প্রবেশের চেষ্টা করবে, তার সঙ্গে মৌসুমি বায়ুর সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

সবমিলিয়ে খুব বেশি হলে সাত দিন কোথায় কখন ঝড়বৃষ্টি হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। এ ব্যাপারে স্বস্তির খবর শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। কোথাও ঝড়বৃষ্টি হলেও এর স্থায়িত্ব বড়োজোর আধঘণ্টা। তার পর মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ পাততাড়ি গোটাবে।

পাশাপাশি, বৃষ্টি কমার সঙ্গেই বেড়েছে তাপমাত্রা। আগামী দু-তিনদিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

হাওয়া অফিসের অনুমান, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে।

আরও পড়ুন: এশিয়ান গেমস ২০২৩: ভারতের ঝুলিতে হকিতে সোনা-সহ আরও ৯টি পদক  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।