Homeখবররাজ্যসুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলার শুনানি, ফের কবে শুনবে আদালত?

সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলার শুনানি, ফের কবে শুনবে আদালত?

প্রকাশিত

মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বেঞ্চে অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের আইনজীবীরা স্থগিতের আবেদন জানান। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, তাঁরা ১০ সেপ্টেম্বরের পর শুনানির আর্জি করেছেন। শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। তবে পরবর্তী শুনানির তারিখ এখনও ঘোষণা হয়নি।

এর আগে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল এবং ছ’সপ্তাহ সময় দিয়েছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যে রাজ্য ডিএ দিতে পারেনি। উল্টে আরও ছ’মাস সময় চেয়ে আবেদন করে। ওই আবেদনের ভিত্তিতে গত ৪ থেকে ৭ অগস্ট পর্যন্ত প্রতিদিনই শুনানি চলেছিল বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে।

কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে—এই দাবির ভিত্তিতেই মামলা শুরু হয়। কলকাতা হাই কোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল ২০২২ সালে। হাই কোর্ট জানায়, ডিএ কর্মীদের অধিকার। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়।

রাজ্যের দাবি, ডিএ বাধ্যতামূলক নয় এবং কর্মীদের মৌলিক অধিকারও নয়। পাশাপাশি আর্থিক সঙ্কটের কথাও তুলে ধরে রাজ্য জানায়, ২০২৫-২৬ বাজেটে বকেয়া ডিএ-র জন্য কোনও বরাদ্দ নেই। অন্যদিকে, মামলাকারীদের বক্তব্য—ডিএ সময়মতো দেওয়া সরকারের নীতি এবং বেতন কমিশনের সুপারিশ মেনে তা মেটাতেই হবে, প্রয়োজনে কিস্তিতে।

অগস্ট মাসে একাধিক দিন পিছিয়ে যাওয়ার পর এখন সেপ্টেম্বরে শীর্ষ আদালতে ফের শুনানি হবে ডিএ মামলার।

আরও পড়ুন: ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক নয় সিবিল স্কোর, স্পষ্ট করল অর্থ মন্ত্রক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতে, তবুও সংক্রমণ কমেছে ২১% — WHO-র গ্লোবাল টিবি রিপোর্টে মিশ্র চিত্র

WHO-র টিবি রিপোর্টে উঠে এসেছে, বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতের। তবে গত ৯ বছরে টিবি সংক্রমণ কমেছে ২১%। চিকিৎসা কভারেজ, মৃত্যুহার হ্রাস এবং TB Mukt Bharat অভিযানেও অগ্রগতির ছবি উঠে এসেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।