Homeখবররাজ্যবিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, প্রতিবাদে বিজেপির বয়কট ঘোষণা

বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, প্রতিবাদে বিজেপির বয়কট ঘোষণা

প্রকাশিত

কলকাতা: বিধানসভা থেকে ফের সাসপেন্ড হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেন। একইসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চার বার বিধানসভা থেকে বহিষ্কৃত হলেন শুভেন্দু অধিকারী।

সরস্বতী পুজো বিতর্ক থেকে উত্তপ্ত বিধানসভা

সোমবার বিধানসভায় সরস্বতী পুজো নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রস্তাব পাঠ করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা চান। কিন্তু বিধানসভার অধ্যক্ষ আলোচনার অনুমতি না দিলে বিজেপি বিধায়কেরা প্রতিবাদে অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। শুভেন্দু ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেন, যা বিধানসভার কার্যপ্রণালীর পরিপন্থী বলে উল্লেখ করেন অধ্যক্ষ। এরপরই বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন।

তৃণমূল পরিষদীয় দলের তরফে নির্মল ঘোষ শুভেন্দুসহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব আনেন। ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাস হয় এবং অধ্যক্ষ তাঁদের ৩০ দিনের জন্য সাসপেন্ড ঘোষণা করেন।

শুভেন্দুর পাল্টা প্রতিক্রিয়া, বিজেপির বয়কটের ঘোষণা

বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি একা ওয়েলে নেমেছিলাম, কিন্তু অগ্নিমিত্রা পাল বা বঙ্কিম ঘোষ তা করেননি। তা-ও তাঁদের সাসপেন্ড করা হল। এটা অন্যায়।”

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বক্তৃতা করার কথা। শুভেন্দু জানিয়েছেন, ওই সময় বিজেপি বিধায়করা অধিবেশনে অংশ নেবেন না। বরং বিধানসভার গেটের সামনে বসে প্রতিবাদ করবেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ে তিনি সামাজিক মাধ্যমে লাইভ বক্তৃতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তৃণমূলের প্রতিক্রিয়া

বিরোধী দলনেতার আচরণকে নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “শুভেন্দু অধিকারীর মতো দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন আচরণ শোভা পায় না। স্পিকারের চেয়ারকে অপমান করার অধিকার কারও নেই।”

যদিও শুভেন্দুর দাবি, তিনি কোনও অন্যায় করেননি এবং রাজ্য সরকার গণতান্ত্রিক কণ্ঠরোধের চেষ্টা করছে।

আগামী দিনে বিধানসভায় বিজেপির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।