Homeখবররাজ্যস্বাস্থ্যসাথীর 'বিলে অনিয়মের' অভিযোগ, নিয়মে বড় বদল আনল রাজ্য

স্বাস্থ্যসাথীর ‘বিলে অনিয়মের’ অভিযোগ, নিয়মে বড় বদল আনল রাজ্য

প্রকাশিত

২০১৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে বড় সুবিধা এনে দেয় এই প্রকল্প। এর লক্ষ্য ছিল রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের আওতায় এনে চিকিৎসা সুবিধা প্রদান করা।

এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, ইদানীং, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বেশ কিছু বিলে অনিয়মের অভিযোগ পেয়েছে সরকার। অভিযোগ উঠেছে যে, কিছু বেসরকারি হাসপাতাল অতিরিক্ত টাকা আদায় করছে। এর ফলে সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম ঠেকাতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও রোগী যদি ১০ দিনের বেশি হাসপাতালে থাকেন, তাহলে তাঁর মেডিক্যাল অডিট বাধ্যতামূলক করা হয়েছে। এই মেডিক্যাল অডিটের পরই সরকার বিলের টাকা পরিশোধ করবে। যে অপারেশনের জন্য রোগী ভর্তি হয়েছে, শুধু তারই টাকা দেবে রাজ্য সরকার। পরবর্তী সময়ে অন্য কোনও সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেওয়া হবে না।

সরকারি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সরকারের কাছে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আসছিল। তাই স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্যকরীতা নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে থাকে। হাসপাতালে ভর্তি হওয়ার জন্য রোগীকে কোনও নগদ টাকা-পয়সা দিতে হয় না। কার্ড দেখিয়ে রোগীকে ভর্তি করা যায় এবং তারপর সেই বিলের পরিশোধ করে সরকার।

নতুন এই নির্দেশিকা প্রয়োগের ফলে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সুসংগঠিত এবং স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।