Homeখবররাজ্যট্যাব-কাণ্ডে গ্রেফতার ১ প্রাথমিক স্কুলের শিক্ষক-সহ আরও তিন জন

ট্যাব-কাণ্ডে গ্রেফতার ১ প্রাথমিক স্কুলের শিক্ষক-সহ আরও তিন জন

প্রকাশিত

ট্যাব-কাণ্ডে শিলিগুড়ি থেকে আরও তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রবিবার গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রাথমিক স্কুলের এক শিক্ষক, যাকে এই চক্রের অন্যতম মূলচক্রী বলে দাবি করছে পুলিশ। ট্যাব নিয়ে সরশুনা থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা দিবাকর দাস, দার্জিলিঙের গোপাল রায়, এবং বিশাল ঢালি। এ নিয়ে ট্যাব-কাণ্ডে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১।

সূত্রের খবর, কলকাতা পুলিশের একটি বিশেষ দল গোপন খবরের ভিত্তিতে প্রথমে বিহারের কিষাণগঞ্জে পৌঁছায় এবং পরে দার্জিলিঙের শিলিগুড়িতে অভিযান চালায়। রবিবার সেবক রোডের কসমস শপিং মলের সামনে থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করা হবে এবং তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

এর আগে রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই কাণ্ডে কলকাতার বিভিন্ন থানায় ১০টি মামলা দায়ের হয়েছে। অভিযোগ, শহরের অন্তত ১০৭ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র চলে গিয়েছে। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, কসবা, জোড়াবাগান, ভবানীপুর, গল্ফগ্রিন এবং বেনিয়াপুকুরের বিভিন্ন স্কুল থেকে এই অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা ছিল। কিন্তু অভিযোগ, বহু পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা না ঢুকে অপরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্টে পৌঁছায়। টাকা ঢুকতেই এটিএম থেকে তা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্তকারীদের মতে, এই চক্র মূলত সাইবার ক্যাফেগুলির সাহায্যে স্কুলের তথ্য হ্যাক করে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়েছে। তবে যারা এখনও ট্যাবের টাকা পায়নি, তাদের ট্যাব কেনার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।