Homeখবররাজ্যমন্দির চত্বরেও নিষিদ্ধ মোবাইল, তারাপীঠে চালু এক গুচ্ছ নতুন নিয়ম

মন্দির চত্বরেও নিষিদ্ধ মোবাইল, তারাপীঠে চালু এক গুচ্ছ নতুন নিয়ম

প্রকাশিত

তারাপীঠ মন্দিরে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে নতুন নিয়ম চালু করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০২৪) থেকেই নতুন নিয়ম চালু করেছেন মন্দির কর্তৃপক্ষ।

এর আগে মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, তবে এ বার পুরো মন্দির চত্বরেই এই নিয়ম কার্যকর হলো। সম্প্রতি বীরভূমের জেলাশাসক, মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি এবং সেবায়েতদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্দিরের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও জারি করা হয়েছে। জেলাশাসকের নেতৃত্বে মন্দির কমিটির সঙ্গে বৈঠকের পর গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি হল:

১. মোবাইল নিষিদ্ধ: ভক্তরা মন্দির চত্বরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। মোবাইল গেটে নিরাপত্তা রক্ষীদের কাছে জমা রাখতে হবে।

২. নির্ধারিত সময়ে মন্দির খোলা ও বন্ধ: মন্দির প্রতিদিন নির্দিষ্ট সময়ে খোলা এবং বন্ধ করার নিয়ম কঠোরভাবে মানা হবে।

৩. পুজোর নিয়মাবলি: ভোগ নিবেদনের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে।

৪. লাইন ব্যবস্থাপনা: পুজোর জন্য দু’টি লাইন থাকবে—একটি সাধারণ লাইন এবং অন্যটি বিশেষ লাইন। প্রথমে সাধারণ লাইন খোলা হবে, তার এক ঘণ্টা পর বিশেষ লাইন চালু হবে।

৫. গর্ভগৃহে নিয়ন্ত্রণ:

  • গোলাপজল বা আলতা দেওয়া যাবে না।
  • ভক্তরা দেবীমূর্তির চরণ স্পর্শ বা মূর্তি জড়িয়ে ধরতে পারবেন না।

এই নিয়মগুলি মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং ভক্তদের সুবিধা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে মন্দির চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।