রাজ্যে গরমে কিছুটা স্বস্তি, আগামীকাল থেকে আর বাড়বে না তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলের শুরুর অন্তত দশ দিন গরমের তীব্রতা স্থিতিশীল থাকবে।
দক্ষিণা হাওয়ার জোর বাড়লে গরমের দাপট কিছুটা কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ফলে আগামী কয়েকদিন শহরবাসী তীব্র গরমের হাত থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।
গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা লাগাতার বাড়ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাও বেড়ে যাচ্ছিল, যার ফলে অস্বস্তি ছিল তুঙ্গে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের প্রকোপ ছিল বেশি।
মধ্য ভারত থেকে গরম হাওয়ার দাপট বাড়ায় শুক্রবার কলকাতার তাপমাত্রা আটত্রিশ ছুঁয়েছিল। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ছড়িয়ে যায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই পরিস্থিতি বহাল থাকব। তারপর ধীরে ধীরে পারদ কমবে।
আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞদের মতে, দক্ষিণা হাওয়ার জোর বাড়ার কারণে উষ্ণতার তীব্রতা কিছুটা কমতে পারে। তবে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। গরমে স্বস্তি পেতে দিনভর জলপান ও হালকা খাবারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এপ্রিলের শুরুতে পারদ চড়ার সম্ভাবনা থাকলেও, দক্ষিণা হাওয়ার সক্রিয়তায় সেই আশঙ্কা আপাতত নেই। আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, সামনের দিনগুলোতে হালকা থেকে মাঝারি গরম থাকবে।