কলকাতা: বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সল্টলেকের স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এই বৈঠকে রাজ্যের টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত থাকবেন এবং বৈঠকের নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। ইমেলের মাধ্যমে জানানো হয়েছে, জুনিয়র ডাক্তারদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দল বৈঠকে যোগ দিতে পারবেন। জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবের ডাকে সাড়া দিয়ে বৈঠকে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত শনিবার রাত থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের ১০ দফা দাবি রয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত কাজের পরিবেশ, যথাযথ বেতন, এবং রোগীদের প্রতি সেবা প্রদানে আরও সহায়তা। শনিবার রাতে এই অনশনে প্রথমে ছয়জন ডাক্তার বসেন। রবিবার আন্দোলনে যোগ দেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। তিনি জানান, হাসপাতালের অব্যাহত সমস্যাগুলি সমাধানের জন্য এই আন্দোলন শুরু হয়েছে।
আর্জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলমান এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন, সরকার তাদের সমস্যাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। মুখ্যসচিবের বৈঠক এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটি সম্ভাব্য সমাধানের পথে চলার সুযোগ করে দিতে পারে।
বৈঠকের ফলাফল জুনিয়র ডাক্তারদের আন্দোলনের গতি নির্ধারণ করবে। যদি সরকারের পক্ষ থেকে দাবিগুলোর প্রতি সদর্থক মনোভাব প্রকাশ করা হয়, তবে আন্দোলন সমাপ্তির দিকে যেতে পারে। তবে, যদি কোনো অগ্রগতি না ঘটে, তবে অনশন অব্যাহত থাকতে পারে, যা স্বাস্থ্য পরিষেবার উপর প্রভাব ফেলবে।
এই সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা এবং রোগীদের সেবা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।