Homeখবররাজ্যসন্দেশখালিকাণ্ড বাংলার ভোটে প্রভাবই ফেলতে পারল না! মমতা বলছেন, 'কুৎসার জবাব'

সন্দেশখালিকাণ্ড বাংলার ভোটে প্রভাবই ফেলতে পারল না! মমতা বলছেন, ‘কুৎসার জবাব’

প্রকাশিত

কলকাতা: মঙ্গলবার লোকসভার ভোটগণনা। বাংলায় ফের এক বার বিজেপিকে নাস্তানাবুদ হতে হল তৃণমূলের কাছে। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল সন্দেশখালি।

ভোটের বেশ কিছু দিন আগে থেকেই রাজ্য-রাজনীতির অন্যতম ইস্যু হয়ে উঠেছিল সন্দেশখালিকাণ্ড। মিডিয়া থেকে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছিল উত্তর ২৪ পরগনার বসিরহাটের এই অঞ্চলের নাম। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাজাহান আর তাঁর বাহিনীর ‘অত্যাচারের কাহিনি’ ফলাও করে দেখানো হচ্ছিল বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে। এই সন্দেশখালিকে কেন্দ্র করেই রাজনৈতিক লাভালাভের অঙ্ক কষতে শুরু করেছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রী থেকে শুরু করে একাংশের রাজনৈতিক বিশ্লেষকরা।

সন্দেশখালির এই আন্দোলনকে কার্যত লুফে নিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি। শুধু কি তাই, হাজি নুরুলের মতো জাঁদরেল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সেই কৌশলেই বসিরহাটের প্রার্থী হিসাবে বিজেপি বেছে নেয় স্থানীয় এক মহিলা রেখা পাত্রকে। শোনা যায, তিনি না কি সন্দেশখালির এই আন্দোলন থেকে উঠে এসেই নজরে পড়ে যান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ উপরতলার বিজেপি নেতাদের।

এ বছরের শুরুর দিকে সন্দেশখালিতে কেন্দ্রীয় সংস্থা ইডির উপরে হামলার ঘটনা, শেখ শাজাহান, শিবু হাজরার মতো তৃণমূল নেতাদের গ্রেফতারি এবং গ্রামবাসীদের এই আন্দোলনকে সামনে রেখে উত্তাল হয়েছে গোটা রাজ্য। এবং জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের সৌজন্যে সন্দেশখালির কথা পৌঁছে গিয়েছে রাজ্যের বাইরে। তাবড় রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেছিলেন, বসিরহাট তো বটেই সমগ্র বাংলার ভোটে প্রভাব ফেলবে সন্দেশখালিকাণ্ড। কিন্তু ভোটের ফলাফলে তার তেমন কোনো চিহ্ন অমিল।

এ দিন স্বয়ং মমতাও বলেন, “যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার, কুৎসা, আমার মা-বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি।”

আরও পড়ুন: অভিষেকের জয়ে শুভেন্দুর ‘বিপর্যয়’! তৃণমূলের কোন অস্ত্রে বাংলায় ঘায়েল বিজেপি?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।