Homeখবররাজ্য'কাউকে ভয় পাই না', শোকজ-বার্তা পেয়ে বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

‘কাউকে ভয় পাই না’, শোকজ-বার্তা পেয়ে বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

প্রকাশিত

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করেছে দল। শাসকদল সূত্রে জানা গিয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ অমান্য করে দল ও নেতৃত্ব সম্পর্কে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করার কারণেই তাঁকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে বিধায়ককে।

বুধবার বিধানসভায় উপস্থিত হয়ে হুমায়ুন জানিয়েছেন, শোকজের বিষয়ে তিনি সেখানে এসে জানতে পেরেছেন। তাঁর কথায়, “শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। তবে এখনও কোনও চিঠি হাতে পাইনি। আমার কথায় দলের অস্বস্তি হলে আমি তার জবাব দেব।”

মিডিয়া রিপোর্টে প্রকাশ, এ দিন বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেখানেই হুমায়ুনকে শোকজের সিদ্ধান্ত গৃহীত হয়। এপ্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, “রাজনীতির ময়দানে কাউকে ভয় করি না। যা জানানোর, যথা সময়ে জানাব দলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেত্রী নিয়ে এসেছেন। তাঁর হয়ে কথা বললে শৃঙ্খলাভঙ্গ হবে কেন?”

সোমবার কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, দলের নেতারা নিজেদের বিষয়ে মন্তব্য করতে পারেন, তবে দল বা নেতৃত্ব নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করা যাবে না। দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করলে প্রথমে শোকজ এবং পরপর তিনবার এমন ঘটনা ঘটলে বহিষ্কারের নির্দেশ দেন তিনি।

মমতার নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়ে দল। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকা কয়েকজনের উদ্দেশ্য নিয়ে আমার সন্দেহ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি। তৃণমূল ভবিষ্যতে আমাকে টিকিট না দিলেও আমি অপকর্মের জবাব দেব।”

হুমায়ুনের এই মন্তব্যের পর তৃণমূল নেতৃত্ব কঠোর পদক্ষেপ নিয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর এই বক্তব্যে দল ও নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত, এক সময় অধীর চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হুমায়ুন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর বিভিন্ন সময়ে দলবদল করলেও ২০২১ সালের নির্বাচনের আগে ফের তৃণমূলে ফিরে আসেন এবং ভরতপুর থেকে বিধায়ক নির্বাচিত হন। তবে সাম্প্রতিক কালে একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য তিনি বারবার আলোচনার কেন্দ্রে এসেছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।