Homeখবররাজ্যরাজ্যপালের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নালিশ তৃণমূলের, অভিষেকের লেখা চিঠিতে উঠে এল...

রাজ্যপালের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নালিশ তৃণমূলের, অভিষেকের লেখা চিঠিতে উঠে এল ৫টি বিষয়

প্রকাশিত

কলকাতা: বিজেপি-র বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহারের অভিযোগে সরব তৃণমূল। কিন্তু সেই অভিযোগে কর্ণপাত করছে না নির্বাচন কমিশন। নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। এহেন অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিও দিল রাজ্যের শাসকদল।

তৃণমূলের ৫টি বিষয়

মঙ্গলবার পাঁচটি বিষয়কে সামনে রেখে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের বক্তব্য, তারা আশা করছে রাজ্যপাল নিরপেক্ষভাবে বাংলার সাংবিধানিক প্রধানের কর্তব্য পালন করবেন। অবাধ ও মুক্ত নির্বাচনের পথ প্রশস্ত করে গণতন্ত্র ও সংবিধানের মর্যাদা রক্ষা করবেন।

চিঠিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি এবং কেন্দ্রীয় সংস্থাগুলি তৃণমূল নেতাদের লক্ষ্য করার জন্য একটি ষড়যন্ত্র করছে। তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘বিজেপি এনআইএ, ইডি, সিবিআই এবং আইটি-এর সঙ্গে আঁতাঁত গড়েছে। আসন্ন নির্বাচনের শুরু থেকেই তা স্পষ্ট। বিভিন্ন দলের বিরোধী নেতাদের বিরুদ্ধে দেশব্যাপী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমরা দেখেছি।’

অভিষেকের দাবি, রাজ্যপাল যেন কমিশনকে নির্দেশ দেন যে, পশ্চিমবঙ্গ সরকার যাতে জরুরি তহবিল থেকে ঘূর্ণিঝড়ে প্রভাবিত মানুষদের স্বার্থে অর্থ প্রদান করতে পারে। এ ছাড়াও, এনআইএ, ইডি, সিবিআই এবং আয়কর দফতরের ডিরেক্টরকে বদল, এনআইএর এসপি ধনরাম সিংহকে অন্যত্র বদলির দাবিও তুলেছেন অভিষেক। একই সঙ্গে, কেন্দ্রীয় এজেন্সি ভোটের মুখে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে যাতে কোনো পদক্ষেপ করতে না পারে, তা-ও নিশ্চিত করার আবেদন জানিয়েছেন অভিষেক।

একইসঙ্গে তৃণমূলের অভিযোগ, কমিশন সব দলকে সমান চোখে দেখছে না। বেশ কিছু অভিযোগ নিয়ে একাধিকবার কমিশনকে হস্তক্ষেপের অনুরোধ করলেও তারা কোনো পদক্ষেপ করেনি বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন: সোনারপুরে পদ্ম ফুটবেই! ‘তৃণমূলী কালচারের’ প্রতিবাদ করে দাবি যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।