Home খবর রাজ্য কুড়মিদের অবরোধে চরমে যাত্রী ভোগান্তি, বাতিল বহু ট্রেন

কুড়মিদের অবরোধে চরমে যাত্রী ভোগান্তি, বাতিল বহু ট্রেন

0

কুড়মি আন্দোলনের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের স্বাভাবিক পরিষেবা। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে প্রায় পাঁচ দিন ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওবার হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ।

ট্রেনযাত্রার মাঝপথে চরম ভোগান্তিতে পড়ছেন দূরের রেলযাত্রীরা। লোকসান বাড়ছে রেলেরও। তবে নিজেদের অবস্থানে অনড় কুড়মিরা। রাজ্য প্রশাসনের কাছে নতি স্বীকারে নারাজ তাঁরা। উল্টে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর পথে এগোচ্ছে কুড়মি সমাজ।

আন্দোলনের জেরে শেষ কয়েক দিন ধরে বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দরবিবার (৯ এপ্রিল) থেকে আরও তীব্রতর হচ্ছে কুড়মি আন্দোলন। সেই পরিস্থিতিতে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস-সহ ৯৫ টি ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সোমবার জনশতাব্দী এক্সপ্রেস, মেমু এক্সপ্রেস-সহ ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে।

এ দিকে খবর, রবিবার থেকে কোটশিলা স্টেশনও অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে রবিবার ৯৫ টি এক্সপ্রেস ট্রেন, মেমু এক্সপ্রেস ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। যে তালিকায় আছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, পুরী-নয়াদিল্লি এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস-সহ একগুচ্ছ ট্রেন।

সোমবারও ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে। মুম্বই রুটের তো সব ট্রেনই বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। প্রাথমিকভাবে ঘুরপথে কয়েকটি মুম্বই রুটের ট্রেন চালানো হচ্ছিল। কিন্তু সেই রুটেও অবরোধের জেরে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বই রুটের রেল পরিষেবা।

উল্লেখ্য, আন্দোলনকারীরা পিছু না হঠায়, এ বার অবরোধ তুলতে রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তরফে রেলকে জানিয়ে দেওয়া হয়েছে, অবরোধ তুলতে এবার কড়া ব্যবস্থা নিতে পারে রেল।

প্রসঙ্গত, কুড়মি সম্প্রদায়কে তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে গত বুধবার থেকে সেই আন্দোলন শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জায়গায় অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করা হয়েছে। আটকে দেওয়া হয়েছে রাস্তা। খেমাশুলিতে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করা হয়েছে। তার জেরে দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা ব্যাহত হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version