Homeখবররাজ্য১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মালবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহা বহিষ্কার

১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মালবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহা বহিষ্কার

প্রকাশিত

জলপাইগুড়ি: মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করল তৃণমূল। বেশ কয়েকদিন ধরে তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে মঙ্গলবার দলীয় শৃঙ্খলারক্ষার স্বার্থে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্ব।

স্বপনের বিরুদ্ধে ১২০ কোটিরও বেশি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি টাকা নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরুপ, মার্কেটে দোকান বণ্টন থেকে শুরু করে অবৈধ নির্মাণে ছাড়পত্র দেওয়ার মতো একাধিক বেআইনি কাজ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে স্বপনকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ জানান, দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুসারে স্বপন সাহাকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পাশাপাশি, স্বপনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোর গুরুত্ব বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা করতে আমরা কোনও আপস করব না। যারা দলের সুনাম নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’’

স্বপন সাহা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে হবে। আমার দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যেকোনো সময় তা পরীক্ষা করা যেতে পারে। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। ৪০ বছর ধরে দলের জন্য কাজ করেছি। দল যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তা মেনে নিচ্ছি, তবে এতে আমার খুবই দুঃখ হচ্ছে।’’

এই বহিষ্কার নিয়ে মালবাজারের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূলের নেতৃত্বে এই ধরনের কঠোর পদক্ষেপ দলের ভাবমূর্তি রক্ষার প্রয়াস বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।