Homeখবররাজ্য১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মালবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহা বহিষ্কার

১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মালবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহা বহিষ্কার

প্রকাশিত

জলপাইগুড়ি: মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করল তৃণমূল। বেশ কয়েকদিন ধরে তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে মঙ্গলবার দলীয় শৃঙ্খলারক্ষার স্বার্থে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্ব।

স্বপনের বিরুদ্ধে ১২০ কোটিরও বেশি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি টাকা নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরুপ, মার্কেটে দোকান বণ্টন থেকে শুরু করে অবৈধ নির্মাণে ছাড়পত্র দেওয়ার মতো একাধিক বেআইনি কাজ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে স্বপনকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ জানান, দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুসারে স্বপন সাহাকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পাশাপাশি, স্বপনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোর গুরুত্ব বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা করতে আমরা কোনও আপস করব না। যারা দলের সুনাম নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’’

স্বপন সাহা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে হবে। আমার দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যেকোনো সময় তা পরীক্ষা করা যেতে পারে। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। ৪০ বছর ধরে দলের জন্য কাজ করেছি। দল যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তা মেনে নিচ্ছি, তবে এতে আমার খুবই দুঃখ হচ্ছে।’’

এই বহিষ্কার নিয়ে মালবাজারের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূলের নেতৃত্বে এই ধরনের কঠোর পদক্ষেপ দলের ভাবমূর্তি রক্ষার প্রয়াস বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।