Home খবর রাজ্য “শপথ নিতে রাজভবনে যেতে ভয় পাচ্ছি”, ধরনায় দুই তৃণমূল এমএলএ

“শপথ নিতে রাজভবনে যেতে ভয় পাচ্ছি”, ধরনায় দুই তৃণমূল এমএলএ

0
ড. বি আর অম্বেডকরের মূর্তির সামনে বসে দুই বিধায়কের ধরনা। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজভবন নয়, শপথগ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে বিধানসভায়। এই দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে ড. বি আর অম্বেডকরের মূর্তির সামনে ধরনায় বসেন তৃণমূল কংগ্রেসের দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার।

ধরনায় বসা দুই এমএলএ চান, রাজভবনের বদলে যাতে রাজ্য বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান হয়, তার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্যবস্থা নিন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে নিগ্রহের যে অভিযোগ এনেছেন, তার পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধি হিসাবে রাজভবনে শপথ নিতে যেতে “ভয় লাগছে”।

“আমরা চাই রাজ্যপাল বিধানসভায় আসুন এবং শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করুন অথবা তিনি স্পিকারকে দায়িত্ব দিন এই কাজ করার জন্য। রাজ্যপালের আসনকে আমরা সম্মান করি। আমরা জানি না রাজভবনে যা ঘটেছে তা সত্যি না মিথ্যে, তবে এটা ঠিক যে রাজভবনে যেতে আমাদের ভয় লাগছে”, বলেন সায়ন্তিকা।

এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের সমালোচনা করেছেন। রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনে জেতার পরেও আমাদের বিধায়করা জনপ্রতিনিধি হিসাবে এখনও শপথ নিতে পারেননি। জনগণ তাঁদের নির্বাচিত করেছেন। তাঁকে (রাজ্যপালকে) কে অধিকার দিয়েছে তাঁদের শপথ নিতে না দেওয়ার? অনুষ্ঠান পরিচালনা করার জন্য তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারকে বলতে পারতেন। তিনি নিজেই বিধানসভায় যেতে পারতেন। তাঁরা (বিধায়করা) কেন রাজভবনে যাবেন? সেখানে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে রাজভবনে যেতে ভয় লাগছে বলে মহিলারা আমার কাছে অভিযোগ করেছেন।”

রাজ্য বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান করার জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়করা রাজ্যপালকে অনুরোধ করেন। রাজ্যপাল সেই অনুরোধ অগ্রাহ্য করে গতকাল বুধবার দিল্লি চলে গিয়েছেন। বুধবার রাজভবনে শপথ নেওয়ার জন্য রাজ্যপালের অফিসের তরফে নবনির্বাচিত বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এমএলএ-রা যেতে অস্বীকার করেন। শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বিধানসভায় আসার জন্য বা স্পিকার বিমান ব্যানার্জিকে দিয়ে তা করানোর জন্য তাঁরা রাজ্যপালকে অনুরোধ করেছিলেন।

আরও পড়ুন

নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারি, পাটনা থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার ২

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version