বোলপুর : জমি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। গতকাল, সোমবার অমর্ত্য সেনের বাড়ি পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার এই বিষয় নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
এদিন বিদ্যুৎ চক্রবর্তী বলেন,’সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী যে নথিপত্র তুলে ধরেছেন তা ভুল। সেখানে কোথাও অমর্ত্য সেনের নাম লেখা নেই। বরং নাম লেখা আছে তাঁর বাবা আশুতোষ সেনের। নথিটা ১৯৪৩ সালের। সেই সময়কার নথি একেবারেই প্রাসঙ্গিক নয়। জমিটা আমাদের রাজ্যের নয়’।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আরও বলেন, ‘জমির মিউটেশন হয়েছে ২০০৬ সালে। প্রতি বিঘাতে কর অনুযায়ী রাজ্যকে দেওয়া হয়েছে ১৮৯৪০ টাকা। ৩৩ ডেসিমেল অনুযায়ী এক বিঘা। যদি সত্যি অমর্ত্য সেনের কাছে সেই জমিটা থাকতো তাহলে উনি ১৩৮ ডেসিমেলের কর দিতেন। কিন্তু তিনি তা দেননি। ২০০৬ সালে ট্রান্সফার হয়ে যায় জমি’।
আরও পড়ুন : বিশ্বভারতীকে বাঁচানোর বার্তা মমতার, শতাব্দীকে দিলেন নির্দেশ