Home খবর রাজ্য গণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন মমতা, অভিষেক

গণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন মমতা, অভিষেক

0

ভোটে জয়ের পর প্রতিবারই তৃণমূলের তরফে বাংলার মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পঞ্চায়েতের গণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন তিনি। তার কিছু আগেই ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

গণদেবতার জয়: মমতা বন্দ্যোপাধ্যায়

ফেসবুকে মমতা লিখেছেন, “সকল মা-মাটি-মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” এরপর তিনি আরও লিখেছেন, “গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ।”

মমতা ফের লিখেছেন, “এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন।”

একমাত্র নন্দীগ্রাম ছাড়া প্রায় সব জেলার অধিকাংশ পঞ্চায়েতে তৃণমূলই এগিয়ে ছিল। মঙ্গলবার রাত ৯টা নাগাদ মমতা তাঁর ফেসবুক পেজে ওই পোস্টারের ছবি দেন। পোস্টারে মমতারই ছবি ছিল। হাত জোড় করা হাসিমুখের ছবি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া

মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতে ফলাফল দেখেই প্রথম প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ একাধিক টুইট করন অভিষেক। একটি টুইটে লেখেন, ‘‘মূলস্রোতের সংবাদ মাধ্যমের বন্ধুদের দুঃখের সামনে নিশ্চয়ই বিজেপি, সিপিএম, কংগ্রেসের সম্মিলিত হতাশাও ফিকে হয়ে গিয়েছে। এমনকি, বাংলার তৃণমূল সরকারকে নিয়ে দূষিত মনোভাবের ভিত্তিহীন প্রচারও ভোটারদের ভুল বোঝাতে পারেনি।’’

আরেকটি টুইটে অভিষেক আরও দাবি করেছেন, ‘‘‘নো ভোট টু মমতা’কে ‘নাও ভোট ফর মমতা’য় পরিণত করার জন্য মানুষের কাছে কৃতজ্ঞ।’’

তিনি আরও লিখেছেন, ‘‘তৃণমূলে নবজোয়ারের প্রতি অটুট সমর্থনের জোরে আমরা নিশ্চিত ভাবেই বিরাট জয়ের পথে এগোচ্ছি। যা লোকসভার পথ প্রস্তুত করবে। বাংলা, এই ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ।’’

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে একাধিপত্য তৃণমূলের, অনেকটা দূরে দ্বিতীয় স্থানে বিজেপি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version