Home খবর দেশ আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির...

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

0
ইউসুফ পাঠান, অধীররঞ্জন চৌধুরী।

খবর অনলাইন ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা, প্রাক্তন টলিউড অভিনেত্রী, দুই প্রাক্তন ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি ও টানা পাঁচবারের সাংসদ এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জাতীয় সহ-সভাপতি।

আসানসোল

আসানসোল কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই মানুষটি এই নিয়ে দ্বিতীয়বার লড়ছেন এই কেন্দ্র থেকে। ২০২২-এর উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন। শত্রুঘ্নের বিরুদ্ধে প্রার্থী বিজেপির প্রাক্তন এমপি এস এস আহলুওয়ালিয়া এবং সিপিএম-এর জাহানারা বেগম।

বহরমপুর

লড়াই জমে উঠেছে বহরমপুর কেন্দ্রে। ১৯৯৯ সাল থেকে এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন লোকসভায় কংগ্রেসের নেতা ও রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবারেও তিনি এই কেন্দ্রে প্রাথী। তাঁকে সমর্থন করছে বামেরা। মারকুটে ক্রিকেটার হিসাবে খ্যাত ইউসুফ পাঠান এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রাথী। বিজেপি স্থানীয় ডাক্তার নির্মল কুমার সাহাকে প্রার্থী করেছে।

কৃষ্ণনগর

গত লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে ব্যাপক হইচই হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক বলে খ্যাত মহুয়াকে প্রশ্ন করার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগে ২০২৩-এর ডিসেম্বরে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। সেই মহুয়া এবারেও কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের বধূ অমৃতা রায়। এই কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের প্রার্থী এস এম সাদি।

বর্ধমান–দুর্গাপুর

লড়াই জমে উঠেছে বর্ধমান–দুর্গাপুর আসনেও। ২০১৯-এর নির্বাচনে বর্ধমান–দুর্গাপুর জিতেছিল বিজেপি। তাদের জয়ী প্রার্থী এস এস আহলুওয়ালিয়া এবার আসানসোলে প্রাথী হয়েছেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবার প্রার্থী হয়েছেন। তাঁকে মেদিনীপুর থেকে সরিয়ে এনে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। আর তাঁর বিরুদ্ধে এবার জবরদস্ত প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এই আসনে তৃণমূল প্রার্থী। আর এই আসনে সিপিএম-এর হয়ে লড়ছেন সুকৃতি ঘোষাল।

বীরভূম

পশ্চিমবঙ্গের আর-একটি উল্লেখযোগ্য কেন্দ্র হল বীরভূম। প্রাক্তন টলিউড অভিনেত্রী শতাব্দী রায় এই কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী। শতাব্দী ২০০৯-এর লোকসভা নির্বাচন থেকে টানা জিতে আসছেন এই কেন্দ্রে। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির দেবতনু ভট্টাচার্য এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ।

রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর        

আসানসোল, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান–দুর্গাপুর এবং বীরভূম ছাড়াও পশ্চিমবঙ্গের আরও ৩ আসনে সোমবার ভোট নেওয়া হচ্ছে। এগুলি হল রানাঘাট, বর্ধমান পূর্ব এবং বোলপুর।

রানাঘাট কেন্দ্রে গত বারের বিজয়ী জগন্নাথ সরকার এবারেও বিজেপি প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী এবং সিপিএম-এর অলকেশ দাস। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা বর্ধমান পূর্ব আসনে এবার তাদের নতুন মুখ। তিনি হলেন শর্মিলা সরকার। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার এবং সিপিএম প্রার্থী নীরব খাঁ। গতবারের জয়ী প্রার্থী অসিত কুমার মাল এবারেও বোলপুর আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা এবং সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান।

আরও পড়ুন

সোমবার চতুর্থ দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version