Home খবর রাজ্য ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। এবারে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (OBC) প্রার্থীদের জন্য কোনও বিশেষ সুবিধা রাখা হয়নি। এসএসসির তরফে জানানো হয়েছে, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ওবিসি প্রার্থীদের জেনারেল প্রার্থীদের মতোই চাকরির জন্য আবেদন করতে হবে এবং একই পরিমাণ আবেদন ফি দিতে হবে।

মঙ্গলবার এসএসসির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রেও এখন আবেদনমূল্য ধার্য হয়েছে ₹৫০০, যা আগে শুধুমাত্র জেনারেল ক্যাটেগরির জন্য প্রযোজ্য ছিল। তফসিলি জাতি ও জনজাতির (SC/ST) প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে ₹২০০।

এসএসসি জানিয়েছে, আদালতের চূড়ান্ত নির্দেশ আসার পর একটি নতুন ‘উইন্ডো’ চালু করা হবে, যেখানে ওবিসি প্রার্থীরা নিজেদের জাতি সংক্রান্ত তথ্য পূরণ করতে পারবেন। যাঁরা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন এবং জাতির তথ্য দিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ভবিষ্যতে সংশোধনের সুযোগ থাকবে, যদি কোর্টের নির্দেশ আসে।

এক এসএসসি আধিকারিক বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। সবাই যেন নির্দ্বিধায় আবেদন করেন। পরে যা সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওবিসিদের জন্য সাত শতাংশ সংরক্ষণ থাকবে কি না, সেটাও কোর্টই স্থির করবে।”

উল্লেখযোগ্যভাবে, সোমবার সার্ভার আপগ্রেডেশনের কারণে কিছু সময়ের জন্য এসএসসির পোর্টাল বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালের আগে রাজ্য সরকার মোট ৬৬টি জাতিগোষ্ঠীকে ওবিসি হিসাবে ঘোষণা করে, যার মধ্যে ৫৪টি ছিল অমুসলিম এবং ১২টি মুসলিম সম্প্রদায়। ২০১০ সালের পর যাদের ওবিসি-তে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাঁদের শংসাপত্র বর্তমানে আদালতের নির্দেশে বাতিল হয়েছে। এর ফলে কলেজে ভর্তি থেকে শুরু করে চাকরির প্রক্রিয়া পর্যন্ত অনিশ্চয়তায় পড়েছে বহু মানুষ। যদিও আদালতের পর্যবেক্ষণ, “এই কারণে নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া আটকে থাকার কথা নয়।”

এই পরিস্থিতিতে ওবিসি প্রার্থীদের অনেকের মনেই প্রশ্ন— তাঁদের সংরক্ষণের অধিকার আদৌ বজায় থাকবে কি না। তার উত্তর দেবে কোর্টের রায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version