Homeরাজ্যপশ্চিম বর্ধমানদুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রকাশিত

দ্বিতীয় বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এনআইটি দুর্গাপুরে। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিরেক্টর অরবিন্দ চৌবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়ুয়াদের দাবি, পরীক্ষার সময় তিনি আইকার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। তাই তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েও কোনও সুরাহা হয়নি। তিনি হস্টেলে ফিরে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে দুপুর নাগাদ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পড়ুয়ারা দাবি করেছেন, ঝুলন্ত অবস্থা থেকে তাঁকে উদ্ধার করার পরও তিনি বেঁচেছিলেন। কিন্তু অক্সিজেন না থাকায় এবং সময়মতো অ্যাম্বুলেন্স না আসায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

অন্য একটি সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেলের বাসিন্দা ওই পড়ুয়া মানসিক চাপে ভুগছিলেন। তিনি তাঁর বাবাকে ফোন করে চাপের কথা জানিয়েও ছিলেন। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের উপর মানসিক চাপ বাড়ছে। তার জেরেই এই ঘটনা।

ঘটনার দায় নিয়ে এনআইটি-র ডিরেক্টর পদত্যাগ করেছেন। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, তিনি পদত্যাগপত্রে চিকিৎসায় গাফিলতির কথা স্বীকারও করেছিলেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

দুর্গাপুর ব্যারাজ ব্রিজে বড়সড় সংস্কার, বিকল্প পথ তৈরির কাজ শুরু ৩ এপ্রিল

দুর্গাপুর ব্যারাজ ব্রিজের সংস্কার শুরু হতে চলেছে। তৈরি হচ্ছে বিকল্প পথ, ১৫ জুনের মধ্যে কাজ শেষ করতে চায় রাজ্য। জানুন বিস্তারিত।