Home খবর রাজ্য মাধ্যমিকের ফলপ্রকাশ, ৬৯৭ পেয়ে প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি

মাধ্যমিকের ফলপ্রকাশ, ৬৯৭ পেয়ে প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি

কলকাতা: শুক্রবার প্রকাশিত হল এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। এ বারে পাশের হার ৮৬ শতাংশ।

পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করল পর্ষদ। মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ। ১৬ জেলা থেকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন।

এ দিন সাংবাদিক বৈঠকে পর্ষদের তরফে জানানো হয়, এ বার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন।

পর্ষদ জানায়, এ বারের মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাজি। দেবদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৭। যুগ্ম দ্বিতীয় পূর্ব বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের শুভম পাল এবং মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন ছ’জন। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, বেড়াচাঁপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সরবর ইমতিয়াজ, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাহির হোসেন, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্বরাজ পাল এবং মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অর্ঘদীপ সাহা।

উল্লেখযোগ্য ভাবে, আগের বারের থেকে এ বার কমল পাশের হার। ০.৪৫ শতাংশ কমেছে। ১৬টা জেলা থেকে প্রথম দশে ১১৮ জন। সবচেয়ে বেশি মালদহ জেলায়। কিন্তু প্রথম দশের তালিকায় কলকাতা থেকে কেউ নেই। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা।

আরও পড়ুন: রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বাংলায় ফিরছে ‘দ্য কেরালা স্টোরি’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version