আলু-পিয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে তৎপর হলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে একটি বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু রপ্তানি নিয়ন্ত্রণে আরও নজরদারির নির্দেশ দেন। একই সঙ্গে বেআইনি খনন ও কয়লাপাচার রোধেও কঠোর নির্দেশ দেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “বাংলার আলু কেন ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে?” তিনি স্পষ্ট করেন, রাজ্যের চাহিদা পূরণের পরই আলু অন্যত্র পাঠানো যাবে। “কেন আমাকে রপ্তানির বিষয়ে আগে জানানো হয়নি?”— এই প্রশ্ন তুলে তিনি বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব মন্ত্রী বেচারাম মান্নার উপর অর্পণ করেন।
বেআইনি কার্যকলাপে কড়া পদক্ষেপ
বৈঠকে বেআইনি খনন, কয়লা ও বালির চুরি রোধে টেন্ডারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যদি কোনও পুলিশ বা রাজনৈতিক কর্মী বেআইনি কার্যকলাপে যুক্ত থাকে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রশাসনের মধ্যে যারা দুর্নীতিতে লিপ্ত, তাদের কোনও ছাড় দেওয়া হবে না। এমনকি কেন্দ্রীয় বাহিনীর (CISF) নির্দিষ্ট সদস্যদের বিরুদ্ধেও তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গেও বার্তা
বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলা প্রথম শুরু করেছে। এখন তা ‘বাংলা মডেল’ হয়ে গেছে। সরাসরি মুখ্যমন্ত্রীতে (মুখ্যমন্ত্রীর নিজস্ব পোর্টাল) ২৪ হাজার আবেদন পেয়েছিলাম। আমরা আগামী ডিসেম্বর মাসে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হল।’
এর ফলে কী পরিমাণ খরচ বাড়াবে তাও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “৬২৫ কোটি টাকা আরও বেশি খরচ হবে। অন্যান্য রাজ্যে অনেক নিয়মাবলী আছে। আমার রাজ্যে নেই। একটি বাড়িতে ৪ জন মহিলা থাকলেও পায়। আমাদের ২ কোটি ২১ লক্ষ মহিলা পাবে লক্ষ্মী এর ভান্ডার। দেখান তো কোনো রাজ্যে এত সংখ্যা আছে কিনা।’’
তিনি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে জোর দেন এবং দায়িত্বপ্রাপ্তদের তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে স্পষ্ট হচ্ছে শীতের অনুভূতি, তবে সামনের সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা