Home শিক্ষা ও কেরিয়ার ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল ও প্রজেক্ট পরীক্ষা, জানাল...

২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল ও প্রজেক্ট পরীক্ষা, জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

0

২০২৫ সালের মার্চে হবে উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা। তার আগে বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যল পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)।

শিক্ষা সংসদ জানিয়েছে, ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। ২৭ নভেম্বর শিক্ষা সংসদের নির্দিষ্ট ক্যাম্প থেকে প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করা হবে। স্কুলগুলিকে সেখান থেকেই তা সংগ্রহ করে নিতে হবে। বিভাগীয় শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে পারবেন।

যদি কোনও বিষয়ের শিক্ষক স্কুলে না থাকেন, তবে অন্য স্কুল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে এনে পরীক্ষা নিতে হবে। এর জন্য শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের অনুমতি নিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সম্মতি লাগবে, স্কুলের প্রধানশিক্ষককেও নো অবজেকশন সার্টিফিকেট দাখিল করতে হবে। যদি কোনও পড়ুয়া গত বারেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তবে তাঁকে আর পরীক্ষা দিতে হবে না। 

৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা সংসদের পোর্টালে (https://wbchseapplication.wb.gov.in/portal/sec_users/login) প্রোজেক্টের নম্বর আর প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর আপলোড করতে হবে। নম্বর শুধুমাত্র অনলাইন মোডে আপলোড করতে হবে। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের উত্তরপত্রের হার্ড কপি জমা দেওয়ার জন্য শিক্ষা সংসদের অফিসে আসার দরকার নেই। কাউন্সিল থেকে কোনও নির্দেশ না পাওয়া পর্যন্ত সেগুলি রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রধানশিক্ষকের নিরাপদ হেফাজতে রাখতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version