Homeখবররাজ্যবাংলায় ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ: আপাতত ২৫% বকেয়া দিতেই হবে...

বাংলায় ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ: আপাতত ২৫% বকেয়া দিতেই হবে রাজ্যকে

প্রকাশিত

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ২৫% বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে

নতুন মোড় নিল রাজ্যের বহু প্রতীক্ষিত ডিএ মামলা। শুক্রবার (১৭ মে) সুপ্রিম কোর্টের দুই বিচারপতি — সঞ্জয় করোল এবং মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, আপাতত সমস্ত সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা (Dearness Allowance) চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে।

এই মামলার পরবর্তী শুনানি হবে অগস্ট মাসে। আদালত জানিয়েছে, এই আংশিক পরিশোধের পরই বাকি অংশ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।

বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পান ১৮ শতাংশ হারে ডিএ। এই হার মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তবে কেন্দ্রীয় কর্মীদের বর্তমান ডিএ হার ৫৫ শতাংশ। ফলে এখনও ৩৭ শতাংশের তফাৎ থেকে যাচ্ছে।

২০২২ সালের ২০ মে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। বহুবার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি শুনানি পেল এবং শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ এই নির্দেশ এল।

সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া

এই রায়ের পর স্বভাবতই খুশি রাজ্যের বহু কর্মচারী। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “কর্মচারীদের ডিএ প্রাপ্য বলেই এই নির্দেশ এসেছে। এটা বড় স্বীকৃতি।”
আরও এক আন্দোলনকারী কর্মচারীর কথায়, “এই নির্দেশে প্রমাণ হল, আমরা যা দাবি করছিলাম, তা একেবারে ঠিক। অবশেষে সুপ্রিম কোর্টও তা মানল।”

সরকারের প্রতিক্রিয়া

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “আমরা এখনও সুপ্রিম কোর্টের অর্ডার হাতে পাইনি। অর্ডার পাওয়ার পর যা বলার, বলব।”

সরকারি কর্মচারীদের বহু দিনের দাবি, বকেয়া ডিএ মেটানো হোক কেন্দ্রীয় হারে। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশ সেই দাবির পথে প্রথম বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।