Homeখবররাজ্যবাংলায় ফের মমতা-ম্যাজিক, আরও শক্তি বাড়াল তৃণমূল

বাংলায় ফের মমতা-ম্যাজিক, আরও শক্তি বাড়াল তৃণমূল

প্রকাশিত

কলকাতা: ভোট-বাংলায় আলোচনায় থাকা বসিরহাটে এগিয়ে তৃণমূল, পিছিয়ে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সোশ্যাল মিডিয়ায় মিম-এর ঠেলায় ব্যাকফুটে চলে যাওয়া রচনা বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে লকেট চট্টোপাধ্যায়ের থেকে….। এমনই সব খবরের বিপর্যস্ত বিজেপি শিবির।

আজ, মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল। সকাল থেকেই শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা। বুথফেরত সমীক্ষায় আগেই বলে দেওয়া হয়েছিল, এ বারের ভোটে বাংলায় উঠবে গেরুয়া ঝড়। তলানিতে ঠেকবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা। তবে ইভিএম খোলার পর দেখা যাচ্ছে, ধীরে ধীরে ফিকে হচ্ছে গেরুয়া-ভাবনা!

এদিকে, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। প্রায় ৩ হাজার পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। কারণ একটাই। বিরোধীদের ইন্ডিয়া জোট সমানে টক্কর দিচ্ছে বিজেপির এনডিএ-কে। তবে সবচেয়ে নজর কাড়ছে পশ্চিমবঙ্গের ফলাফল। বুথফেরত সমীক্ষায় যেখানে পশ্চিমবঙ্গে বিজেপির ক্লিন সুইপ নিশ্চিত করা হয়েছিল, সেখানে কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু কি তাই, গত ২০১৯ সালের লোকসভা ভোটে পাওয়া বিজেপির ১৮ আসনও এ বার কমে যেতে পারে বলে ইঙ্গিত মিলছে প্রবণতায়।

দুপুর ২টো নাগাদ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ফলাফলের প্রবণতা এ রকম- তৃণমূল ৩১, বিজেপি ১১ এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে। এর সঙ্গে বুথফেরত সমীক্ষার আকাশ-পাতাল ফারাক।

বিভিন্ন সংবাদ মাধ্যম ও সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষা এ রাজ্যে তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যাকে ২০-র নীচে নামিয়ে এনেছিল। কেউ কেউ অতিউৎসাহী হয়ে ১৩ থেকে ১৭টি পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করেনি। এখন, বাস্তবে দেখা যাচ্ছে বাংলায় ফের মমতা-ম্যাজিক, আরও শক্তি বাড়াল তৃণমূল। গত বার মিলেছিল ২২টি আসন। এ বারের এখনও পর্যন্ত ফলাফলের প্রবণতা বলছে, সেই সংখ্যা ছাপিয়ে যাবে তৃণমূল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।