Homeখবররাজ্যবাংলায় ফের মমতা-ম্যাজিক, আরও শক্তি বাড়াল তৃণমূল

বাংলায় ফের মমতা-ম্যাজিক, আরও শক্তি বাড়াল তৃণমূল

প্রকাশিত

কলকাতা: ভোট-বাংলায় আলোচনায় থাকা বসিরহাটে এগিয়ে তৃণমূল, পিছিয়ে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সোশ্যাল মিডিয়ায় মিম-এর ঠেলায় ব্যাকফুটে চলে যাওয়া রচনা বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে লকেট চট্টোপাধ্যায়ের থেকে….। এমনই সব খবরের বিপর্যস্ত বিজেপি শিবির।

আজ, মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল। সকাল থেকেই শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা। বুথফেরত সমীক্ষায় আগেই বলে দেওয়া হয়েছিল, এ বারের ভোটে বাংলায় উঠবে গেরুয়া ঝড়। তলানিতে ঠেকবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা। তবে ইভিএম খোলার পর দেখা যাচ্ছে, ধীরে ধীরে ফিকে হচ্ছে গেরুয়া-ভাবনা!

এদিকে, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। প্রায় ৩ হাজার পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। কারণ একটাই। বিরোধীদের ইন্ডিয়া জোট সমানে টক্কর দিচ্ছে বিজেপির এনডিএ-কে। তবে সবচেয়ে নজর কাড়ছে পশ্চিমবঙ্গের ফলাফল। বুথফেরত সমীক্ষায় যেখানে পশ্চিমবঙ্গে বিজেপির ক্লিন সুইপ নিশ্চিত করা হয়েছিল, সেখানে কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু কি তাই, গত ২০১৯ সালের লোকসভা ভোটে পাওয়া বিজেপির ১৮ আসনও এ বার কমে যেতে পারে বলে ইঙ্গিত মিলছে প্রবণতায়।

দুপুর ২টো নাগাদ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ফলাফলের প্রবণতা এ রকম- তৃণমূল ৩১, বিজেপি ১১ এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে। এর সঙ্গে বুথফেরত সমীক্ষার আকাশ-পাতাল ফারাক।

বিভিন্ন সংবাদ মাধ্যম ও সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষা এ রাজ্যে তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যাকে ২০-র নীচে নামিয়ে এনেছিল। কেউ কেউ অতিউৎসাহী হয়ে ১৩ থেকে ১৭টি পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করেনি। এখন, বাস্তবে দেখা যাচ্ছে বাংলায় ফের মমতা-ম্যাজিক, আরও শক্তি বাড়াল তৃণমূল। গত বার মিলেছিল ২২টি আসন। এ বারের এখনও পর্যন্ত ফলাফলের প্রবণতা বলছে, সেই সংখ্যা ছাপিয়ে যাবে তৃণমূল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।