Homeখবররাজ্যরোগীমৃত্যুর পর আর দেহ আটকে রাখা যাবে না, কড়া নির্দেশ স্বাস্থ্য কমিশনের

রোগীমৃত্যুর পর আর দেহ আটকে রাখা যাবে না, কড়া নির্দেশ স্বাস্থ্য কমিশনের

রোগীমৃত্যুর পর পাঁচ ঘণ্টার মধ্যে দেহ ছাড়তেই হবে। টাকার কারণে মৃতদেহ আটকে রাখলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, এমনকি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্য কমিশনের।

প্রকাশিত

রোগীমৃত্যুর পর নানা কারণে হাসপাতাল মৃতদেহ আটকে রাখার অভিযোগ নতুন নয়। কখনও বিল মেটানো হয়নি বলে, কখনও আবার স্বাস্থ্যবিমার টাকা না আসায় মৃতের পরিবারকে অসহায় অবস্থায় পড়তে হয়। কিন্তু এ বার এ ধরনের গাফিলতিতে কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্যের স্বাস্থ্য কমিশন।

সোমবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন স্পষ্ট নির্দেশিকা জারি করেছে— রোগীমৃত্যুর পাঁচ ঘণ্টার মধ্যে মৃতদেহ ছাড়তেই হবে। না হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নিয়ম ভাঙলে হাসপাতালের লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। যদি বিশেষ কোনও কারণে দেহ ছাড়তে দেরি হয়, তবে রোগীর পরিবারকে যথাযথভাবে জানাতে হবে এবং মৃতদেহে যাতে পচন না ধরে, তার ব্যবস্থা করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় এই নির্দেশিকা জারি করেছেন।

এই নির্দেশিকার নেপথ্যে রয়েছে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালের সাম্প্রতিক ঘটনা। গত ১২ অগস্ট এক রোগীর মৃত্যুর পর অভিযোগ ওঠে, প্রায় ১৫ ঘণ্টা ধরে দেহ আটকে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের দাবি, মাঝরাতে রোগীর মৃত্যু হলেও স্বাস্থ্যবিমা সংক্রান্ত কাগজপত্র এবং বিলের অজুহাত দেখিয়ে পরের দিন দুপুর ৩টা পর্যন্ত দেহ ছাড়েনি হাসপাতাল। পরিবারের পুত্র বারবার অনুরোধ করেও শেষকৃত্যের জন্য সময়মতো দেহ পাননি।

অভিযোগ খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, মৃতদেহ আটকে রাখার যুক্তি ছিল অগ্রহণযোগ্য। বিমার টাকা ছাড়াও পরিবারের কাছ থেকে ৪৬ হাজার টাকা নিয়েছিল হাসপাতাল। কমিশনের নির্দেশ— সেই টাকা ফেরত দিতে হবে।

কমিশনের মতে, “টাকার জন্য মৃতদেহ আটকে রাখা যাবে না। রোগীর মৃত্যু হলে যত তাড়াতাড়ি সম্ভব দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে।”

আও পড়ুন: বর্জ্য নয়, সম্পদ! রান্নাঘরের ময়লা থেকে ৪৮ ঘণ্টায় মাটি বানাচ্ছে বেঙ্গালুরুর স্টার্ট-আপের এআই যন্ত্র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

আরও পড়ুন

নেপালে উত্তেজনা, ইন্দো-নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা; মমতার নির্দেশে জরুরি বৈঠক

নেপালের অস্থির পরিস্থিতিতে ইন্দো-নেপাল সীমান্তে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে এসএসবি ও রাজ্য পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক। সতর্ক সব থানাও।

দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

শুষ্ক আবহাওয়ার পর দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতাসহ আট জেলায় বজ্রঝড়ের সতর্কতা। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিঙে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

৮ বছর ৯ মাস পর নবম-দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বসেছেন ৩.২ লক্ষ পরীক্ষার্থী, ১০ শতাংশ ভিন রাজ্যের

২০১৬ সালের দুর্নীতির পর ফের অনুষ্ঠিত হল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। রাজ্যের ৬৩৬ কেন্দ্রে বসেছেন ৩.১৯ লক্ষ পরীক্ষার্থী। শীর্ষ আদালতের নির্দেশে ‘দাগি’ প্রার্থীরা বাদ।