কলকাতা: হাড়হিম শৈত্যপ্রবাহে গোটা উত্তর ভারত জবুথবু হলেও মকর সংক্রান্তিতে কার্যত শীত উধাও পশ্চিমবঙ্গে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস! তবে কি বৃষ্টির পর কমবে তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বলে রাখা ভালো, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
জানুয়ারির প্রথম কয়েক দিন হাড় কাঁপানো ঠান্ডায় কাবু হয়েছিল বাংলার উত্তর থেকে দক্ষিণ। তার পর গত কয়েক দিনে ঠান্ডা যেন উবে গিয়েছিল কর্পূরের মতো। তবে পারদ ফের নিম্নমুখী। এখন বৃষ্টির হাত ধরেই শীতের দ্বিতীয় ইনিংস ফের শুরুর জল্পনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। সেই কারণেই এই অকাল বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। রাতের তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা আছে।
মকর সংক্রান্তির আগের কয়েক দিন কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। সাময়িক ভাবে উধাও হয়েছিল শীত। সেই পরিস্থিতির ভোলবদল হতে চলেছে। অন্য দিকে, উত্তরবঙ্গে আপাতত আকাশ কুয়াশায় ছেড়ে থাকবে।