কলকাতা: আচমকা উধাও হয়েছে কনকনে ঠান্ডা। রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। মকর সংক্রান্তিতে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে হয়েছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবারেও ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। সোমবার সেটা কমে হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছিল দক্ষিণবঙ্গে সাময়িক ভাবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। অর্থাত্, হালকা শীত ফিরলেও ফিরতে পারে। কিন্তু পরবর্তী তিনদিনে আবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাসের কথায়, ‘‘তাপমাত্রা কমবে, কিন্তু কলকাতায় স্বাভাবিকের নীচে যাওয়ার সম্ভাবনা কম। পারদ পনেরোর নীচে না নামলে শীতের অনুভূতিও তেমন পাওয়া যাবে না।’’
এরই মধ্যে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর শহরে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই মরশুমে প্রথম বার বৃষ্টির সম্ভাবনা বুধবার, তার পর হয়তো সরস্বতীপুজোর দিনেও বৃষ্টি হলেও হতে পারে। তবে সরস্বতীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নিয়ে এখনই নিশ্চিত হতে পারছেন না আবহাওয়াবিদরা।
জানা গিয়েছে, অতি শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর ফলে অস্বাভাবিক হারে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া।
আরও পড়ুন: এ বারের মতো গঙ্গাসাগর থেকে ফেরার পালা
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us