Home খবর কলকাতা পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গে নাড্ডা, আসছেন মোহন ভাগবত

পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গে নাড্ডা, আসছেন মোহন ভাগবত

0

কলকাতা : সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই বঙ্গসফরে আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি মাসের ১৯ তারিখেই বঙ্গ সফরে আসছেন তিনি। সেদিনই নদীয়া জেলার বেথুয়াডহরিতে সভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য রাজ্য কমিটির নেতাদের সঙ্গেও তিনি আলাদাভাবে বৈঠক করবেন বলে সূত্রের খবর। 

আগামী ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি দুর্গাপুরে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন নাড্ডা। রাজ্য নেতাদের পাশাপাশি সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও উপস্থিত থাকবেন। এমনটাই জানা যাচ্ছে বিজেপি অন্দরমহল সূত্রে।

বঙ্গ সফরে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতও। আগামী ১৯ জানুয়ারিই কলকাতায় আসছেন তিনি। থাকবেন আগামী ৬ দিন। জানা যাচ্ছে, চলতি মাসের ২৩ তারিখ শহিদ মিনারে জনসভা করবেন তিনি। শহিদ মিনারে জনসভা করার আগে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মোহন ভাগবতের দেখা করার কথা রয়েছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে একদিকে যখন জেলে সফর শুরু করছেন মমতা-অভিষেক। ঠিক তখনই বঙ্গে আসছেন নাড্ডা-ভাগবত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তাঁদের সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version