কলকাতা: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদে বড় পরিবর্তন এনেছে নবান্ন। সংখ্যালঘু দফতরের প্রধান সচিব পিবি সেলিমের পরিবর্তে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনকে। মঙ্গলবার সেলিম নিজেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।
পিবি সেলিম এতদিন সংখ্যালঘু দফতরের প্রধান সচিবের পাশাপাশি সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে তাঁর উপর কাজের চাপ কমাতে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মোশারফ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্য?
পর্যবেক্ষকদের একাংশের মতে, এই রদবদলের পেছনে রাজনৈতিক অঙ্ক কাজ করছে। মোশারফ হোসেন উত্তরবঙ্গের প্রভাবশালী সংখ্যালঘু নেতা এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আরও শক্তিশালী বার্তা পৌঁছে দিতে এবং তাঁদের উন্নয়নে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোশারফ হোসেনের প্রতিক্রিয়া
নতুন দায়িত্ব পেয়ে মোশারফ হোসেন বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যেই বহু পদক্ষেপ করেছেন। তবে আরও কিছু কাজ বাকি রয়েছে। আমি রাজ্যের অলিতে-গলিতে পৌঁছে মানুষের প্রয়োজন বুঝে কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘু সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।”
নতুন কমিটির মেয়াদ
জানা গিয়েছে, সংখ্যালঘু বিত্ত নিগমের নতুন কমিটির মেয়াদ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত থাকবে। প্রাক্তন কমিটির অধিকাংশ সদস্যকেই দায়িত্বে বহাল রাখা হয়েছে।