কলকাতা: নিম্নচাপের কারণে আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির পূর্বাভাস। দিল আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। নিম্নচাপের প্রভাবে আরও তিন দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তাই শরতের আকাশে কালো মেঘ আর ভারী বর্ষণের ঘনঘটা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আছে। আজ, রবিবার সেটি ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। এই নিম্নচাপের প্রভাব আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। এর প্রভাব রাজ্যের প্রায় সব জেলাতেই পড়বে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টি বাড়বে। সোমবার ও মঙ্গলবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
আবহবিদেরাও জানিয়েছেন, আগামী কয়েক দিন বৃষ্টির পাশাপাশি সাগর উত্তাল থাকবে। আজ (রবিবার) পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা আছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গে।
প্রসঙ্গত, রাজ্যের কোথায় কেমন পরিস্থিতি, তা নিয়মিত ভাবে জানাতে প্রশাসনের অফিসারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত করার পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম চালু করতেও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে কোথায় কী পরিস্থিতি হচ্ছে, সেটার নিখুঁত বিবরণ প্রতিদিন রিপোর্ট আকারে জানাতে হবে তাঁকে। কোথাও কোনও মানুষ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুন: আইএসএল: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ১১ মাসের চুক্তি হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার


 
                                    